নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–১০
পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)
প্রশ্ন:১
তুমি একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার প্রতিবিম্ব দেখছ। সমতল দর্পণটি তোমার দিকে 2cm সরিয়ে আনা হল। প্রতিবিম্ব তোমার দিকে কতটা সরবে ?
উত্তর:
প্রতিবিম্ব আমার দিকে 2+2 = 4cm সরে আসবে।
প্রশ্ন:২
দুটি সমতল দর্পণ সমকোণে আনত থাকলে তার মধ্যে অবস্থিত কোনো বস্তুর কয়টি প্রতিবিম্ব তৈরি হবে ?
উত্তর:
সমকোণে আনত দুটি দর্পণের মধ্যে অবস্থিত বস্তুর তিনটি প্রতিবিম্ব তৈরি হয়।
প্রশ্ন:৩
ঘষা কাচ থেকে আলোর প্রতিফলন নিয়মিত, না বিক্ষিপ্ত ?
উত্তর:
ঘষা কাচ থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়।
প্রশ্ন:৪
কোনো আলোকরশ্মির গতিপথে সমান্তরাল কাচের ফলক রাখলে রশ্মির চ্যুতিকোণ কত হবে ?
উত্তর:
রশ্মিটির কোনো চ্যুতি বা অভিমুখের পরিবর্তন হয় না, কেবলমাত্র পার্শ্বসরণ ঘটে।
প্রশ্ন:৫
একটি বস্তু দর্পণের সামনে 10cm দূরে আছে। প্রতিবিম্বটি বস্তু থেকে কত দূরে অবস্থিত হবে ?
উত্তর:
প্রতিবিম্বটি বস্তু থেকে 10+10=20cm দূরে অবস্থিত হবে।
প্রশ্ন:৬
দর্পণের ভেতর দিয়ে দেখলে ডানহাতি ব্যাটসম্যানকে বামহাতি মনে হয়। কিন্তু পেরিস্কোপের ভেতর দিয়ে দেখলে এইরকম পার্শ্বীয় পরিবর্তন হয় না কেন ?
উত্তর:
পেরিস্কোপের দুটি আয়নায় দুবার প্রতিফলনের জন্য প্রতিবিম্বের দুবার পার্শ্বীয় পরিবর্তন হয়। তাই দর্শক যে প্রতিবিম্ব দেখতে পায় তার কোনো পার্শ্বীয় পরিবর্তন থাকে না। প্রতিবিম্বটি হুবহু বস্তুর মতো হয়। তাই ডানহাতি ব্যাটসম্যানকে ডানহাতিই মনে হবে।
প্রশ্ন:৭
সমতল দর্পণ থেকে 5 cm দূরে একটি বস্তু রাখলে ওর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ? এই প্রতিবিম্ব সৎ, না অসৎ হবে ?
উত্তর:
সমতল দর্পণ থেকে 5cm দূরে একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব দর্পণের পেছনে দর্পণ থেকে 5cm দূরে গঠিত হয়। এই প্রতিবিম্ব অসৎ।
প্রশ্ন:৮
নীচের অক্ষরগুলির মধ্যে কোন্গুলির পার্শ্বীয় পরিবর্তন হবে তা লেখো— D, A, P, N, W, B, C, T।
উত্তর:
পার্শ্বীয় পরিবর্তন হবে যে অক্ষরগুলির সেগুলি হল—D, P, N, B, C।
প্রশ্ন:৯
দুটি দর্পণ সমান্তরালে থাকলে তার মধ্যবর্তী কোনো বস্তুর কয়টি প্রতিবিম্ব তৈরি হবে ?
উত্তর:
দুটি সমান্তরাল দর্পণের মধ্যবর্তী কোনো বস্তুর অসংখ্য প্রতিবিম্ব তৈরি হয়। তত্ত্বগতভাবে প্রতিবিম্বের সংখ্যা হয় অসীম।
প্রশ্ন:১০
বস্তু ও সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব পরস্পর থেকে 10cm দূরে অবস্থিত হলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত হবে ?
উত্তর:
দর্পণ থেকে বস্তুর দূরত্ব 10/2 = 5cm হবে।
Comments
Post a Comment