ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৩
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
কোন্ অ্যাসিডকে উত্তপ্ত করলে লালচে-বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় ?
উত্তর:
নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করলে লালচে-বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়।
প্রশ্ন:২
কোন্ অ্যাসিডকে অয়েল অব্ ভিট্রিয়ল বলা হত ?
উত্তর:
সালফিউরিক অ্যাসিডকে অয়েল অব্ ভিট্রিয়ল বলা হত।
প্রশ্ন:৩
কাইসেরাইট, ও বক্সাইট কোন্ সংশ্লিষ্ট ধাতুর লেখো।
উত্তর:
কাইসেরাইট—ম্যাগনেশিয়াম।
বক্সাইট—অ্যালুমিনিয়াম।
প্রশ্ন:৪
নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষায় কী রঙের বলয় উৎপন্ন হয় ?
উত্তর:
নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষায় বাদামি রঙের বলয় উৎপন্ন হয়।
প্রশ্ন:৫
ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কী ?
উত্তর:
গাঢ় নাইট্রিক অ্যাসিডে যথেষ্ট পরিমাণে NO₂গ্যাস দ্রবীভূত থাকলে নাইট্রিক অ্যাসিড হলুদাভ-বাদামি বর্ণ ধারণ করে। এ ধরনের অ্যাসিড থেকে দ্রবীভূত NO₂ গ্যাস বাদামি ধোঁয়ার আকারে সর্বদা নির্গত হতে থাকে। এই অ্যাসিডকে বলা হয় ধূমায়মান নাইট্রিক অ্যাসিড।
প্রশ্ন:৬
গোল্ড, প্ল্যাটিনাম প্রভৃতি বরধাতু কীসে দ্রবীভূত হয় ?
উত্তর:
সোনা, প্ল্যাটিনাম প্রভৃতি বরধাতু অম্লরাজে বা অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয়।
প্রশ্ন:৭
কোন্ দুটি ধাতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে ?
উত্তর:
ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়াম ধাতু অতি লঘু (1%) এবং শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে।
প্রশ্ন:৮
অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ কী ?
উত্তর:
তিন আয়তন গাঢ় HCl এবং এক আয়তন গাঢ় HNO₃–এর মিশ্রণকে অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ বলে।
প্রশ্ন:৯
কোন্ অ্যাসিড বাদামি রিং তৈরি করে ?
উত্তর:
নাইট্রিক অ্যাসিড বলয় পরীক্ষায় বাদামি রিং তৈরি করে।
প্রশ্ন:১০
অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল বলা হত কোন্ অ্যাসিডকে এবং কেন বলা হত ?
উত্তর:
নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল বলা হত, কারণ সোনা বা প্ল্যাটিনাম ছাড়া বেশিরভাগ ধাতু এতে দ্রবীভূত হয়।
Comments
Post a Comment