বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৩
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতিতে জল ও সোডিয়াম পারক্সাইড ছাড়া অন্য কোন্ রাসায়নিক পদার্থ ব্যবহার করা যায় ?
উত্তর:
ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতির জন্য প্রয়োজন হয় হাইড্রোজেন পারক্সাইড ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড।
প্রশ্ন:২
একটি গ্যাসজারে অক্সিজেনের উপস্থিতি কীভাবে প্রমাণ করবে ?
উত্তর:
একটি জ্বলন্ত কাঠিকে অক্সিজেনপূর্ণ গ্যাসজারে প্রবেশ করালে কাঠিটি আরও উজ্জ্বলভাবে জ্বলতে থাকবে, কিন্তু গ্যাসটি নিজে জ্বলবে না। কারণ অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু দহনে সাহায্য করে। এভাবে গ্যাসজারে অক্সিজেনের উপস্থিতি প্রমাণিত হয়।
প্রশ্ন:৩
অক্সিজেন গ্যাস কোন্ উষ্ণতায় তরলে পরিণত হয় ?
উত্তর:
অক্সিজেন গ্যাস –183°C উষ্ণতায় তরলে পরিণত হয়।
প্রশ্ন:৪
ধাতু ঝালাইয়ের কাজে 3000°C তাপমাত্রা সৃষ্টিতে অ্যাসিটিলিনের সঙ্গে কোন্ গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:
ধাতু ঝালাইয়ের কাজে 3000°C তাপমাত্রা সৃষ্টিতে অ্যাসিটিলিনের সঙ্গে অক্সিজেন গ্যাস (O2) ব্যবহৃত হয়।
প্রশ্ন:৫
অক্সিজেনের রূপভেদের নাম লেখো।
উত্তর:
অক্সিজেনের রূপভেদ হল ওজোন গ্যাস (O3)।
প্রশ্ন:৬
গ্রামাঞ্চল অপেক্ষা শহরাঞ্চলের বায়ুতে দূষণের মাত্রা বেশি কেন ?
উত্তর:
গ্রামাঞ্চল অপেক্ষা শহরাঞ্চলে কলকারখানার সংখ্যা বেশ, পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের সংখ্যা বেশি এবং তুলনামূলকভাবে বৃক্ষরাজির সংখ্যা কম। তাই বায়ুতে দূষণ সৃষ্টিকারী গ্যাসের পরিমাণ বেশি থাকায় দূষণের মাত্রা গ্রামাঞ্চল অপেক্ষা বেশি।
প্রশ্ন:৭
অক্সিজেনের শোষক এমন একটি পদার্থের নাম করো।
উত্তর:
পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেনকে শোষণ করে।
প্রশ্ন:৮
বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির একটি উপায় উল্লেখ করো।
উত্তর:
ব্যাপকভাবে বৃক্ষরোপণ করে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে।
প্রশ্ন:৯
অক্সিজেন থেকে কীভাবে ওজোন উৎপন্ন করা যায় ?
উত্তর:
বিশুদ্ধ ও শুষ্ক অক্সিজেনের মধ্যে শব্দহীন তড়িৎক্ষরণ করলে ওজোন উৎপন্ন হয়।
প্রশ্ন:১০
পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতিতে অনুঘটক হিসেবে MnO2-এর পরিবর্তে ব্যবহৃত হতে পারে এমন একটি যৌগের নাম করো।
উত্তর:
পরীক্ষাগারে KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির সময় অনুঘটক MnO2-এর পরিবর্তে কিউগ্রিক অক্সাইড (CuO) অথবা ফেরিক অক্সাইড (Fe2O3) ব্যবহার করা যায়।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment