প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়
প্রশ্ন:১
ভর ও শক্তির রূপান্তরের সম্পর্কটি লেখো।
উত্তর:
m ভরের পদার্থ যদি E পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয় তবে ভর ও শক্তির রূপান্তরের সম্পর্কটি হল, E=mc²; যেখানে c=শূন্যমাধ্যমে আলোর বেগ।
প্রশ্ন:২
CGS পদ্ধতিতে এবং SI-তে ওজনের পরম একক কী ?
উত্তর:
CGS পদ্ধতিতে এবং SI-তে ওজনের পরম একক যথাক্রমে ডাইন (dyne) ও নিউটন (newton)।
প্রশ্ন:৩
নীচের বিষয়গুলির কোন্টি পদার্থ এবং কোন্টি বস্তু লেখো—বিকার, কাচ, কাঠ, চেয়ার, তামা, পেনসিল।
উত্তর:
পদার্থ—কাচ, কাঠ, তামা।
বস্তু—বিকার, চেয়ার পেনসিল।
প্রশ্ন:৪
বস্তুর ভর এবং ভারের মধ্যে কোন্টি বস্তুর মৌলিক ধর্ম ?
উত্তর:
ভর বস্তুর মৌলিক ধর্ম।
প্রশ্ন:৫
উত্তপ্ত একটি লোহার বলের মধ্যে কোন্টি পদার্থ এবং কোন্টি শক্তি ?
উত্তর:
পদার্থ—লোহা; শক্তি—তাপ।
প্রশ্ন:৬
কোন্ যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয় ?
উত্তর:
স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়।
প্রশ্ন:৭
কাঠ দিয়ে টেবিল তৈরি—কোন্টি পদার্থ এবং কোন্টি বস্তু ?
উত্তর:
পদার্থ—কাঠ; বস্তু—টেবিল।
প্রশ্ন:৮
পদার্থ ও শক্তির মধ্যে মূল পার্থক্য কী ?
উত্তর:
পদার্থ—
(১) পদার্থের কার্য করার সামর্থ্য নেই।
(২) পদার্থের ভর আছে।
(৩) পদার্থ কিছু স্থান দখল করে।
শক্তি—
(১) শক্তির কার্য করার সামর্থ্য আছে।
(২) শক্তির ভর নেই।
(৩) শক্তি কোনো স্থান দখল করে না।
প্রশ্ন:৯
কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে কেন আবার তা নীচে নেমে আসে ?
উত্তর:
কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে পৃথিবীর অভিকর্ষ বলের জন্য বস্তুটি নীচে নেমে আসে।
প্রশ্ন:১০
নীচের বিষয়গুলির কোন্টি শক্তি এবং কোন্টি পদার্থ লেখো—কাঠ, বেহালার শব্দ, তাপ, লোহা, আলো।
উত্তর:
শক্তি—বেহালার শব্দ, তাপ, আলো।
পদার্থ—কাঠ, লোহা।
Comments
Post a Comment