বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–২
পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)
প্রশ্ন:১
বস্তুর ওপর বল প্রয়োগ করলেই কার্য হবে কি ?
উত্তর:
বস্তুর ওপর বল প্রয়োগ করলেই কার্য হয় না। বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর সরণ হলে তবেই কার্য হয়।
প্রশ্ন:২
অশ্বক্ষমতা (horse power) এবং ওয়াট (watt)-এর মধ্যে কী সম্পর্ক ?
উত্তর:
1 অশ্বক্ষমতা=746 watt।
প্রশ্ন:৩
একটি বালক একটি জলপূর্ণ বালতি তুলতে চেষ্টা করল। কিন্তু বালতিটি তুলতে পারল না। এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত ?
উত্তর:
বালকটি জলপূর্ণ বালতি তুলতে চেষ্টা করল। কিন্তু বালতিটি তুলতে পারল না। এক্ষেত্রে বলের প্রয়োগবিন্দুর সরণ না হওয়ায় কৃতকার্যের পরিমাণ শূন্য।
প্রশ্ন:৪
একটি বড়ো পাথরকে ঠেলা সত্ত্বেও সেটি নড়ল না। এই ক্ষেত্রে কার্য করা হল কি ? শক্তি খরচ হল কি ?
উত্তর:
পাথরটিকে ঠেলা সত্ত্বেও যেহেতু সেটি নড়ল না, সেহেতু বলের প্রয়োগবিন্দুর সরণ হল না। অতএব কৃতকার্য শূন্য। যেহেতু শক্তিকে কৃতকার্য দ্বারা মাপা হয়, তাই শক্তির খরচও শূন্য।
প্রশ্ন:৫
কার্যহীন বলের উদাহরণ দাও।
উত্তর:
অভিকেন্দ্র বল কার্যহীন বল।
প্রশ্ন:৬
শক্তি বেশি থাকলেই কি বেশি কার্য করা যায় ?
উত্তর:
যেহেতু শক্তিকে মোট কৃতকার্যের দ্বারা মাপা হয়, তাই শক্তি বেশি থাকলেই বেশি কার্য করা যায়।
প্রশ্ন:৭
অনুভূমিক তলে একটি বাক্স নিয়ে কোনো ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সে কি কোনো কাজ করছে ?
উত্তর:
ওই ব্যক্তি কোনো কার্য করে না। কারণ বাক্সের ওপর কার্যকর অভিকর্ষ বল এবং বাক্সের সরণ পরস্পর লম্বভাবে থাকায় কৃতকার্যের পরিমাণ শূন্য।
প্রশ্ন:৮
একটি স্কেলার রাশি উল্লেখ করো যেখানে তিনটি প্রাথমিক একক ব্যবহৃত হয়েছে।
উত্তর:
এরূপ স্কেলার রাশি হল ক্ষমতা।
ক্ষমতা = কৃতকার্য / সময় = বল x সরণ / সময়
= (ভর × ত্বরণ) × সরণ / সময়
= ভর × সরণ × সরণ / (সময়)²
সুতরাং ক্ষমতার এককে তিনটি প্রাথমিক এককই ব্যবহৃত হয়েছে। [একই ধরনের অন্য একটি উদাহরণ হল ভরবেগ]।
প্রশ্ন:৯
কার্য করার হারকে কী বলে ?
উত্তর:
কার্য করার হারকে ক্ষমতা বলে।
প্রশ্ন:১০
একটি বস্তুকে প্রথমবার ধীরে ধীরে এবং দ্বিতীয়বার তাড়াতাড়ি ভূমি থেকে একই উচ্চতায় তোলা হল। উভয়ক্ষেত্রে কার্যের পরিমাণ কি সমান হবে ?
উত্তর:
উভয়ক্ষেত্রে কার্যের পরিমাণ সমান হবে। যেহেতু একই বস্তুকে একই উচ্চতায় তোলা হচ্ছে, কৃতকার্যে সময়ের কোনো ভূমিকা নেই।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment