নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–২
পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)
প্রশ্ন:১
বস্তুর ওপর বল প্রয়োগ করলেই কার্য হবে কি ?
উত্তর:
বস্তুর ওপর বল প্রয়োগ করলেই কার্য হয় না। বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর সরণ হলে তবেই কার্য হয়।
প্রশ্ন:২
অশ্বক্ষমতা (horse power) এবং ওয়াট (watt)-এর মধ্যে কী সম্পর্ক ?
উত্তর:
1 অশ্বক্ষমতা=746 watt।
প্রশ্ন:৩
একটি বালক একটি জলপূর্ণ বালতি তুলতে চেষ্টা করল। কিন্তু বালতিটি তুলতে পারল না। এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত ?
উত্তর:
বালকটি জলপূর্ণ বালতি তুলতে চেষ্টা করল। কিন্তু বালতিটি তুলতে পারল না। এক্ষেত্রে বলের প্রয়োগবিন্দুর সরণ না হওয়ায় কৃতকার্যের পরিমাণ শূন্য।
প্রশ্ন:৪
একটি বড়ো পাথরকে ঠেলা সত্ত্বেও সেটি নড়ল না। এই ক্ষেত্রে কার্য করা হল কি ? শক্তি খরচ হল কি ?
উত্তর:
পাথরটিকে ঠেলা সত্ত্বেও যেহেতু সেটি নড়ল না, সেহেতু বলের প্রয়োগবিন্দুর সরণ হল না। অতএব কৃতকার্য শূন্য। যেহেতু শক্তিকে কৃতকার্য দ্বারা মাপা হয়, তাই শক্তির খরচও শূন্য।
প্রশ্ন:৫
কার্যহীন বলের উদাহরণ দাও।
উত্তর:
অভিকেন্দ্র বল কার্যহীন বল।
প্রশ্ন:৬
শক্তি বেশি থাকলেই কি বেশি কার্য করা যায় ?
উত্তর:
যেহেতু শক্তিকে মোট কৃতকার্যের দ্বারা মাপা হয়, তাই শক্তি বেশি থাকলেই বেশি কার্য করা যায়।
প্রশ্ন:৭
অনুভূমিক তলে একটি বাক্স নিয়ে কোনো ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সে কি কোনো কাজ করছে ?
উত্তর:
ওই ব্যক্তি কোনো কার্য করে না। কারণ বাক্সের ওপর কার্যকর অভিকর্ষ বল এবং বাক্সের সরণ পরস্পর লম্বভাবে থাকায় কৃতকার্যের পরিমাণ শূন্য।
প্রশ্ন:৮
একটি স্কেলার রাশি উল্লেখ করো যেখানে তিনটি প্রাথমিক একক ব্যবহৃত হয়েছে।
উত্তর:
এরূপ স্কেলার রাশি হল ক্ষমতা।
ক্ষমতা = কৃতকার্য / সময় = বল x সরণ / সময়
= (ভর × ত্বরণ) × সরণ / সময়
= ভর × সরণ × সরণ / (সময়)²
সুতরাং ক্ষমতার এককে তিনটি প্রাথমিক এককই ব্যবহৃত হয়েছে। [একই ধরনের অন্য একটি উদাহরণ হল ভরবেগ]।
প্রশ্ন:৯
কার্য করার হারকে কী বলে ?
উত্তর:
কার্য করার হারকে ক্ষমতা বলে।
প্রশ্ন:১০
একটি বস্তুকে প্রথমবার ধীরে ধীরে এবং দ্বিতীয়বার তাড়াতাড়ি ভূমি থেকে একই উচ্চতায় তোলা হল। উভয়ক্ষেত্রে কার্যের পরিমাণ কি সমান হবে ?
উত্তর:
উভয়ক্ষেত্রে কার্যের পরিমাণ সমান হবে। যেহেতু একই বস্তুকে একই উচ্চতায় তোলা হচ্ছে, কৃতকার্যে সময়ের কোনো ভূমিকা নেই।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment