ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান (Definition of Historical Sources) অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা প্রমাণ যেসব উৎস থেকে পাওয়া যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। ঐতিহাসিকরা যেসব সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এবং যুক্তিনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেন, সেই ভিত্তিগুলিই হলো উপাদান। ২. প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological Sources) প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, ধ্বংসাবশেষ বা মাটির নিচে চাপা পড়ে থাকা যেসব নিদর্শনের বিজ্ঞানসম্মত খননকার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাস রচনায় সাহায্য করে, তাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। উদাহরণ: (ক) লিপি বা লেখ, (খ) মুদ্রা, (গ) স্থাপত্য ও ভাস্কর্য, (ঘ) ধ্বংসাবশেষ (যেমন—হরপ্পা, মহেঞ্জোদারো)। ৩. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি বা লেখ (Inscriptions) হলো...
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–৫
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
127°C উষ্ণতার মান পরম স্কেলে—
(a) 127 K
(b) 400 K
(c) 146 K
উত্তর: B
প্রশ্ন:২
34 g অ্যামোনিয়া কত g.mol ?
(a) 2
(b) 4
(c) 1
উত্তর: A
প্রশ্ন:৩
100° C এবং 373 K উষ্ণতা দুটির মধ্যে সম্পর্ক হল—
(a) 100°C > 373K
(b) 100°C < 373K
(c) 100°C = 373K
উত্তর: C
প্রশ্ন:৪
12.046×10²³ টি নাইট্রোজেন অণুর ভর হচ্ছে—
(a) 28 g
(b) 56 g
(c) 14 g
উত্তর: B
প্রশ্ন:৫
স্থির ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করায় আয়তন 20cc থেকে হল—
(a) 40cm³
(b) 60cm³
(c) 10cm³
উত্তর: C
প্রশ্ন:৬
32 g সালফার ডাইঅক্সাইডের NTP-তে আয়তন—
(a) 22.4 L
(b) 1/2 L
(c) 11.2 L
উত্তর: C
প্রশ্ন:৭
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে ওর আয়তন হয়—
(a) দ্বিগুণ
(b) অর্ধেক
(c) চারগুণ
উত্তর: B
প্রশ্ন:৮
একটি বেলুনে 95 cm পারদের চাপে 0.8 L বাতাস ভরা আছ । যদি উষ্ণতা এক রেখে চাপ কমিয়ে 76 cm পারদে আনা হয় তবে ওই বাতাসের আয়তন হবে—
(a) 1 L
(b) 4 L
(c) 8 L
উত্তর: A
প্রশ্ন:৯
NTP-তে কোনো গ্যাসের আয়তন 10 L হলে 27° C তাপমাত্রায় 750 mm চাপে গ্যাসটির আয়তন হবে—
(a) 11.1 L
(b) 15 L
(c) 8.2 L
উত্তর: A
প্রশ্ন:১০
স্থির চাপে 0°C উষ্ণতায় 273 cm³ অক্সিজেন গ্যাসের ভর ঠিক রেখে উষ্ণতা 1°C বৃদ্ধি করায় আয়তন হল—
(a) 1 cm³
(b) 274 cm³
(c) 270 cm³
উত্তর: B
Comments
Post a Comment