ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–৫
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
127°C উষ্ণতার মান পরম স্কেলে—
(a) 127 K
(b) 400 K
(c) 146 K
উত্তর: B
প্রশ্ন:২
34 g অ্যামোনিয়া কত g.mol ?
(a) 2
(b) 4
(c) 1
উত্তর: A
প্রশ্ন:৩
100° C এবং 373 K উষ্ণতা দুটির মধ্যে সম্পর্ক হল—
(a) 100°C > 373K
(b) 100°C < 373K
(c) 100°C = 373K
উত্তর: C
প্রশ্ন:৪
12.046×10²³ টি নাইট্রোজেন অণুর ভর হচ্ছে—
(a) 28 g
(b) 56 g
(c) 14 g
উত্তর: B
প্রশ্ন:৫
স্থির ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করায় আয়তন 20cc থেকে হল—
(a) 40cm³
(b) 60cm³
(c) 10cm³
উত্তর: C
প্রশ্ন:৬
32 g সালফার ডাইঅক্সাইডের NTP-তে আয়তন—
(a) 22.4 L
(b) 1/2 L
(c) 11.2 L
উত্তর: C
প্রশ্ন:৭
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে ওর আয়তন হয়—
(a) দ্বিগুণ
(b) অর্ধেক
(c) চারগুণ
উত্তর: B
প্রশ্ন:৮
একটি বেলুনে 95 cm পারদের চাপে 0.8 L বাতাস ভরা আছ । যদি উষ্ণতা এক রেখে চাপ কমিয়ে 76 cm পারদে আনা হয় তবে ওই বাতাসের আয়তন হবে—
(a) 1 L
(b) 4 L
(c) 8 L
উত্তর: A
প্রশ্ন:৯
NTP-তে কোনো গ্যাসের আয়তন 10 L হলে 27° C তাপমাত্রায় 750 mm চাপে গ্যাসটির আয়তন হবে—
(a) 11.1 L
(b) 15 L
(c) 8.2 L
উত্তর: A
প্রশ্ন:১০
স্থির চাপে 0°C উষ্ণতায় 273 cm³ অক্সিজেন গ্যাসের ভর ঠিক রেখে উষ্ণতা 1°C বৃদ্ধি করায় আয়তন হল—
(a) 1 cm³
(b) 274 cm³
(c) 270 cm³
উত্তর: B
Comments
Post a Comment