পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়
প্রশ্ন:১
জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কোন্ উষ্ণতায় ?
উত্তর:
4°C উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি।
প্রশ্ন:২
একটি মাত্রাহীন ভৌত রাশির নাম লেখো।
উত্তর:
আপেক্ষিক গুরুত্ব একটি মাত্রাহীন ভৌত রাশি।
প্রশ্ন:৩
আয়তনের একক কি মৌলিক, না লব্ধ ?
উত্তর:
আয়তনের একক লব্ধ একক।
প্রশ্ন:৪
একই এককবিশিষ্ট দুটি ভৌত রাশির উদাহরণ দাও যাদের একটি ভেক্টর রাশি এবং অপরটি স্কেলার রাশি।
উত্তর:
একই এককবিশিষ্ট দুটি ভৌত রাশি হল ভরবেগ এবং ক্ষমতা। উভয়েরই CGS পদ্ধতিতে একক g-cm·s-¹। এখানে ভরবেগ ভেক্টর রাশি এবং ক্ষমতা স্কেলার রাশি, রাশি দুটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত হয়েছে।
প্রশ্ন:৫
0°C উষ্ণতায় 1 kg জলের আয়তন 1 L-এর বেশি, না কম ?
উত্তর:
0°C উষ্ণতায় 1 kg জলের আয়তন 1 L-এর বেশি।
প্রশ্ন:৬
সৌরদিন ও আলোকবর্ষ কোন্ কোন্ প্রাকৃতিক রাশির একক ?
উত্তর:
সৌরদিন সময়ের একক এবং আলোকবর্ষ দৈর্ঘ্যের একক।
প্রশ্ন:৭
ভর, ভার, বেগ এবং ত্বরণ—এগুলির কোন্টির একক মৌলিক, কোন্টির লব্ধ ?
উত্তর:
ভরের একক মৌলিক একক; ভার, বেগ ও ত্বরণের একক লব্ধ একক।
প্রশ্ন:৮
CGS পদ্ধতিতে কোনো বস্তুর ঘনত্ব 8.4 g.cm-³ হলে SI-তে ওই বস্তুর ঘনত্ব কত ?
উত্তর:
CGS পদ্ধতিতে কোনো বস্তুর ঘনত্ব 8.4 g.cm-³ হলে SI-তে ওই বস্তুর ঘনত্ব = 8.4 × 1000 = 8400 kg.m-³।
প্রশ্ন:৯
CGS পদ্ধতিতে 4° C-এ জলের ঘনত্ব 1 g.cm-³ হলে SI-তে কত হবে ?
উত্তর:
SI-তে 4° C-এ বা 277k-তে জলের ঘনত্ব = 1 × 1000 = 1000 kg.m-³।
প্রশ্ন:১০
milliliter কীসের একক ?
উত্তর:
milliliter হল তরলপদার্থের আয়তনের একক।
1 liter = 1000 milliliter।
Comments
Post a Comment