নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১০
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
একটি প্রশম লবণ এবং একটি নির্দেশকের নাম লেখো।
উত্তর:
একটি প্রশম লবণের নাম সোডিয়াম ক্লোরাইড (NaCl) এবং একটি নির্দেশকের নাম মিথাইল অরেঞ্জ।
প্রশ্ন:২
সালফিউরিক অ্যাসিডে কয়টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে ?
উত্তর:
সালফিউরিক অ্যাসিডে (H2SO4) প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2 টি।
প্রশ্ন:৩
বিলীয়মান–এইরূপ নাম দেবার কারণ কী ?
উত্তর:
সাদা কাপড়ে এই রং ছিটিয়ে দিলে তৎক্ষণাৎ কাপড় গোলাপি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ কাপড় বাতাসে থাকলে ওই গোলাপি রং অদৃশ্য হয়ে যায়। এইভাবে বিলীন হয় বলেই একে বিলীয়মান রং বলে।
প্রশ্ন:৪
জলের স্থায়ী খরতা দূর করা হয় এমন একটি পদ্ধতির নাম লেখো।
উত্তর:
জলের স্থায়ী খরতা দূর করার পদ্ধতি হল আয়ন বিনিময় পারমুটিট পদ্ধতি।
প্রশ্ন:৫
অ্যামোনিয়ার জলীয় দ্রবণে একফোঁটা ফেনলপথ্যালিন দিলে কী বর্ণ দেখা যাবে ?
উত্তর:
অ্যামোনিয়ার জলীয় দ্রবণে এক ফোঁটা ফেনলপথ্যালিন দিলে দ্রবণটির বর্ণ গোলাপি হয়ে যায়।
প্রশ্ন:৬
আয়নমুক্ত জলের খরতার মাত্রা কত ?
উত্তর:
আয়নমুক্ত জলের খরতার মাত্রা শূন্য ppm।
প্রশ্ন:৭
একটি নির্দেশকের নাম লেখো যা বর্ণহীন।
উত্তর:
ফেনলপথ্যালিন নির্দেশক বর্ণহীন।
প্রশ্ন:৮
মানুষের পাকস্থলীতে কী অ্যাসিড উৎপন্ন হয় ?
উত্তর:
মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়।
প্রশ্ন:৯
বিলীয়মান রং তৈরিতে NH4OH অথবা NaOH–কোন্টি ব্যবহার করবে ?
উত্তর:
বিলীয়মান রং তৈরিতে NH4OH ব্যবহার করা হয়।
প্রশ্ন:১০
বিলীয়মান রং কী ?
উত্তর:
ফেনলপথ্যালিন-মিশ্রিত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের গোলাপি বর্ণের জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলে।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment