দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১০
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
একটি প্রশম লবণ এবং একটি নির্দেশকের নাম লেখো।
উত্তর:
একটি প্রশম লবণের নাম সোডিয়াম ক্লোরাইড (NaCl) এবং একটি নির্দেশকের নাম মিথাইল অরেঞ্জ।
প্রশ্ন:২
সালফিউরিক অ্যাসিডে কয়টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে ?
উত্তর:
সালফিউরিক অ্যাসিডে (H2SO4) প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2 টি।
প্রশ্ন:৩
বিলীয়মান–এইরূপ নাম দেবার কারণ কী ?
উত্তর:
সাদা কাপড়ে এই রং ছিটিয়ে দিলে তৎক্ষণাৎ কাপড় গোলাপি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ কাপড় বাতাসে থাকলে ওই গোলাপি রং অদৃশ্য হয়ে যায়। এইভাবে বিলীন হয় বলেই একে বিলীয়মান রং বলে।
প্রশ্ন:৪
জলের স্থায়ী খরতা দূর করা হয় এমন একটি পদ্ধতির নাম লেখো।
উত্তর:
জলের স্থায়ী খরতা দূর করার পদ্ধতি হল আয়ন বিনিময় পারমুটিট পদ্ধতি।
প্রশ্ন:৫
অ্যামোনিয়ার জলীয় দ্রবণে একফোঁটা ফেনলপথ্যালিন দিলে কী বর্ণ দেখা যাবে ?
উত্তর:
অ্যামোনিয়ার জলীয় দ্রবণে এক ফোঁটা ফেনলপথ্যালিন দিলে দ্রবণটির বর্ণ গোলাপি হয়ে যায়।
প্রশ্ন:৬
আয়নমুক্ত জলের খরতার মাত্রা কত ?
উত্তর:
আয়নমুক্ত জলের খরতার মাত্রা শূন্য ppm।
প্রশ্ন:৭
একটি নির্দেশকের নাম লেখো যা বর্ণহীন।
উত্তর:
ফেনলপথ্যালিন নির্দেশক বর্ণহীন।
প্রশ্ন:৮
মানুষের পাকস্থলীতে কী অ্যাসিড উৎপন্ন হয় ?
উত্তর:
মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়।
প্রশ্ন:৯
বিলীয়মান রং তৈরিতে NH4OH অথবা NaOH–কোন্টি ব্যবহার করবে ?
উত্তর:
বিলীয়মান রং তৈরিতে NH4OH ব্যবহার করা হয়।
প্রশ্ন:১০
বিলীয়মান রং কী ?
উত্তর:
ফেনলপথ্যালিন-মিশ্রিত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের গোলাপি বর্ণের জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলে।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment