নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–২
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
নেসলার দ্রবণ কী ?
উত্তর:
ক্ষারীয় পটাশিয়াম মারকিউরিক আয়োডাইড K2[HgI4] দ্রবণকে নেসলার দ্রবণ বলে।
প্রশ্ন:২
একটি গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত এবং লেড অ্যাসিটেট সিক্ত কাগজকে কালো করে। এটি কী গ্যাস শনাক্ত করো।
উত্তর:
গ্যাসটি হল হাইড্রোজেন সালফাইড (H2S)।
প্রশ্ন:৩
H2S অম্লধর্মী না ক্ষারধর্মী গ্যাস ?
উত্তর:
H2S অম্লধর্মী গ্যাস।
প্রশ্ন:৪
একটি অম্লধর্মী গ্যাস নীল বর্ণের CuSO4 দ্রবণকে কালো করে। গ্যাসটির নাম লেখো।
উত্তর:
অম্লধর্মী গ্যাসটির নাম হাইড্রোজেন সালফাইড (H2S)। অ্যাসিড-মিশ্রিত নীল বর্ণের CuSO4 দ্রবণে H2S চালনা করলে কালো রঙের কিউপ্রিক সালফাইড অধঃক্ষিপ্ত হয়।
প্রশ্ন:৫
অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্বচ্ছ জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কী ঘটবে ?
উত্তর:
অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্বচ্ছ জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সাদা আঠালো অধঃক্ষেপ পড়ে।
প্রশ্ন:৬
লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে কী রঙের অধঃক্ষেপ পড়ে ?
উত্তর:
লেডনাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে কালো রঙের অধঃক্ষেপ পড়ে।
প্রশ্ন:৭
পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্তকরণে কোন্ গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তর:
পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্তকরণে হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করা হয়।
প্রশ্ন:৮
নেসলার দ্রবণ-এর ব্যবহার লেখো।
উত্তর:
অ্যামোনিয়া শনাক্ত করতে এটি ব্যবহার হয়। বর্ণহীন নেসলার দ্রবণ অ্যামোনিয়ার সংস্পর্শে এলেই তামাটে হয়ে যায়।
প্রশ্ন:৯
ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য এরূপ একটি গ্যাসের নাম লেখো।
উত্তর:
হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাস ঠান্ডা জলে দ্রাব্য, কিন্তু গরম জলে অদ্রাব্য।
প্রশ্ন:১০
বরফ কারখানা ও কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে ব্যবহৃত হয় কোন্ গ্যাসটি ?
উত্তর:
বরফ কারখানা ও কোল্ড স্টোরেজ শীতলীকরণের কাজে অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয়।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment