ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–২
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
নেসলার দ্রবণ কী ?
উত্তর:
ক্ষারীয় পটাশিয়াম মারকিউরিক আয়োডাইড K2[HgI4] দ্রবণকে নেসলার দ্রবণ বলে।
প্রশ্ন:২
একটি গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত এবং লেড অ্যাসিটেট সিক্ত কাগজকে কালো করে। এটি কী গ্যাস শনাক্ত করো।
উত্তর:
গ্যাসটি হল হাইড্রোজেন সালফাইড (H2S)।
প্রশ্ন:৩
H2S অম্লধর্মী না ক্ষারধর্মী গ্যাস ?
উত্তর:
H2S অম্লধর্মী গ্যাস।
প্রশ্ন:৪
একটি অম্লধর্মী গ্যাস নীল বর্ণের CuSO4 দ্রবণকে কালো করে। গ্যাসটির নাম লেখো।
উত্তর:
অম্লধর্মী গ্যাসটির নাম হাইড্রোজেন সালফাইড (H2S)। অ্যাসিড-মিশ্রিত নীল বর্ণের CuSO4 দ্রবণে H2S চালনা করলে কালো রঙের কিউপ্রিক সালফাইড অধঃক্ষিপ্ত হয়।
প্রশ্ন:৫
অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্বচ্ছ জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কী ঘটবে ?
উত্তর:
অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্বচ্ছ জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সাদা আঠালো অধঃক্ষেপ পড়ে।
প্রশ্ন:৬
লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে কী রঙের অধঃক্ষেপ পড়ে ?
উত্তর:
লেডনাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে কালো রঙের অধঃক্ষেপ পড়ে।
প্রশ্ন:৭
পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্তকরণে কোন্ গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তর:
পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্তকরণে হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করা হয়।
প্রশ্ন:৮
নেসলার দ্রবণ-এর ব্যবহার লেখো।
উত্তর:
অ্যামোনিয়া শনাক্ত করতে এটি ব্যবহার হয়। বর্ণহীন নেসলার দ্রবণ অ্যামোনিয়ার সংস্পর্শে এলেই তামাটে হয়ে যায়।
প্রশ্ন:৯
ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য এরূপ একটি গ্যাসের নাম লেখো।
উত্তর:
হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাস ঠান্ডা জলে দ্রাব্য, কিন্তু গরম জলে অদ্রাব্য।
প্রশ্ন:১০
বরফ কারখানা ও কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে ব্যবহৃত হয় কোন্ গ্যাসটি ?
উত্তর:
বরফ কারখানা ও কোল্ড স্টোরেজ শীতলীকরণের কাজে অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয়।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment