পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–৮
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে সক্ষম অধাতু কোনটি ?
উত্তর:
অধাতু কার্বনের একটি রূপভেদ হল হীরক। হীরক আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে সক্ষম।
প্রশ্ন:২
যে ধাতুকল্পের অতিরিক্ত উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয় তার নাম লেখো।
উত্তর:
আর্সেনিক ধাতুকল্পের অতিরিক্ত উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়।
প্রশ্ন:৩
সর্বাপেক্ষা নমনীয় ধাতুর নাম লেখো। একটি ভঙ্গুর ধাতুর নাম করো।
উত্তর:
সর্বাপেক্ষা নমনীয় ধাতু সোনা।
একটি ভঙ্গুর ধাতু হল বিসমাথ।
প্রশ্ন:৪
সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কী ?
উত্তর:
সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস হল হিলিয়াম।
প্রশ্ন:৫
দুটি উজ্জ্বল অধাতুর নাম লেখো।
উত্তর:
দুটি উজ্জ্বল অধাতু হল আয়োডিন ও গ্রাফাইট।
প্রশ্ন:৬
অধাতু হিসেবে ব্রোমিন ও হাইড্রোজেন কোন্ ধর্মে ব্যতিক্রম ?
উত্তর:
অধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন ও গ্যাসীয়। কিন্তু ব্রোমিন অধাতু হলেও স্বাভাবিক অবস্থায় তরল।
অধাতু সাধারণত জারক হয়। কিন্তু হাইড্রোজেন অধাতু হলেও বিজারক।
প্রশ্ন:৭
একটি হালকা ধাতু এবং একটি ভারী ধাতুর নাম করো।
উত্তর:
একটি হালকা ধাতুর নাম সোডিয়াম এবং একটি ভারী ধাতুর নাম সোনা।
প্রশ্ন:৮
দুটি মৌলের নাম করো যাদের মধ্যে ধাতব ও অধাতব উভয় প্রকার ধর্মই পরিলক্ষিত হয়। এ ধরনের মৌলকে কী বলা হয় ?
উত্তর:
ধাতব ও অধাতব উভয় ধর্মই পরিলক্ষিত হয় যাদের মধ্যে, এরূপ দুটি মৌল হল—(a) অ্যান্টিমনি এবং (b) আর্সেনিক।
এ ধরনের মৌলকে ধাতুকল্প বলে।
প্রশ্ন:৯
সোডিয়াম ও পারদের কোন্ ধর্মকে ধাতু হিসেবে ব্যতিক্রম বলা যায় ?
উত্তর:
ধাতু সাধারণত হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় স্থায়ী হাইড্রাইড গঠন করে না। কিন্তু উত্তপ্ত সোডিয়াম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রাইড গঠন করে।
ধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন। কিন্তু পারদ ধাতু হলেও স্বাভাবিক অবস্থায় তরল।
প্রশ্ন:১০
সবচেয়ে ভারী অধাতুর নাম লেখো। সবচেয়ে হালকা ধাতুর নাম লেখো।
উত্তর:
সবচেয়ে ভারী অধাতু হল আয়োডিন। সবচেয়ে হালকা ধাতুর নাম লিথিয়াম।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment