বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
কোন্ আকরিক থেকে তামা নিষ্কাশন করা হয় ?
উত্তর:
কপার পাইরাইটিস্ আকরিক থেকে তামা নিষ্কাশন করা হয়।
প্রশ্ন:২
কোন্ ধাতুর ওপর উত্তপ্ত অবস্থায় HNO₃ বাষ্প চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় ?
উত্তর:
উত্তপ্ত কপারের ওপর দিয়ে HNO₃ বাষ্প চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
প্রশ্ন:৩
ইস্পাত ও পেটা লোহার মধ্যে কোন্টিতে কার্বন বেশি থাকে ?
উত্তর:
ইস্পাত ও পেটা লোহার মধ্যে ইস্পাতে বেশি কার্বন থাকে।
প্রশ্ন:৪
একটি ধাতুর নাম লেখো যা জলের সঙ্গে বিক্রিয়া করে না।
উত্তর:
কপার জলের সঙ্গে বিক্রিয়া করে না।
প্রশ্ন:৫
মূল উপাদান উল্লেখ করে একটি ধাতুসংকরের উদাহরণ দাও। এর ব্যবহার লেখো।
উত্তর:
নাইক্রোম একটি ধাতুসংকর যার মূল উপাদান হল নিকেল, লোহা ও ক্রোমিয়াম। এটি বৈদ্যুতিক ইস্ত্রি এবং বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয়।
প্রশ্ন:৬
একটি ধাতুর নাম লেখো যা লঘু HCI বা H₂SO₄–এর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না।
উত্তর:
কপার লঘু HCI বা H₂SO₄–এর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না।
প্রশ্ন:৭
ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না এরূপ একটি ধাতুর নাম লেখো।
উত্তর:
কপার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না।
প্রশ্ন:৮
আয়রন ও কপার উভয়ের একটি করে আকরিকের নাম লেখো।
উত্তর:
আয়রনের একটি আকরিক হল হেমাটাইট এবং কপারের একটি আকরিক হল কপার পাইরাইটিস্।
প্রশ্ন:৯
ক্যালামাইন ও কেওলিন কোন্ সংশ্লিষ্ট ধাতুর লেখো।
উত্তর:
ক্যালামাইন—জিংক।
কেওলিন—অ্যালুমিনিয়াম।
প্রশ্ন:১০
অ্যালয় স্টিল কাকে বলে ? দুটি অ্যালয় স্টিলের নাম লেখো।
উত্তর:
ইস্পাতের সংকর ধাতুকে অ্যালয় স্টিল বলে। দুটি অ্যালয় স্টিল হল—
(a) নিকেল স্টিল এবং
(b) স্টেইনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত।
Comments
Post a Comment