বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৪
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
অ্যাসিড সম্পর্কিত আরহেনিয়াসের তত্ত্বটি কী ?
উত্তর:
আরহেনিয়াসের তত্ত্বানুসারে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে।
প্রশ্ন:২
একটি ত্রিক্ষারীয় অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
ত্রিক্ষারীয় অ্যাসিড—ফসফরিক অ্যাসিড (H3PO4)।
প্রশ্ন:৩
ZnO ক্ষার, না ক্ষারক ?
উত্তর:
ZnO হল ক্ষারক।
প্রশ্ন:৪
একটি দ্বিক্ষারীয় অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
দ্বিক্ষারীয় অ্যাসিড—সালফিউরিক অ্যাসিড (H2SO4)।
প্রশ্ন:৫
ক্ষারক নয় এমন একটি ধাতব অক্সাইডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
ম্যাঙ্গানিজ হেপ্টাক্সাইড (Mn2O7) ক্ষারক নয়।
প্রশ্ন:৬
দুটি জৈব অ্যাসিডের নাম সংকেতসহ লেখো।
উত্তর:
দুটি জৈব অ্যাসিড হল—
(a) অ্যাসেটিক অ্যাসিড (CH3COOH),
(b) ফর্মিক অ্যাসিড (HCOOH)।
প্রশ্ন:৭
প্রতিটি অ্যাসিডের অণুতে কোন মৌল থাকবেই ?
উত্তর:
প্রতিটি অ্যাসিডের অণুতে হাইড্রোজেন থাকবেই।
প্রশ্ন:৮
কোন্ আয়নের উপস্থিতিতে HCl-এর জলীয় দ্রবণে অম্লধর্ম প্রকাশ পায় ?
উত্তর:
H+ (বা H3O+) আয়নের উপস্থিতিতে HCl-এর জলীয় দ্রবণে অম্লধর্ম প্রকাশ পায়।
প্রশ্ন:৯
একটি করে একক্ষারীয়, দ্বিক্ষারীয় এবং ত্রিক্ষারীয় অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
একক্ষারীয় অ্যাসিড—হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)।
প্রশ্ন:১০
একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো।
উত্তর:
উভধর্মী অক্সাইড—জিংক অক্সাইড (ZnO)।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment