বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–১৫
পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)
প্রশ্ন:১
জাহাজের ক্যাপস্টান কোন্ শ্রেণির যন্ত্র ?
উত্তর:
জাহাজের ক্যাপস্টান চক্র ও অক্ষদণ্ড শ্রেণিভুক্ত যন্ত্র; কারণ যন্ত্রটি চক্র ও অক্ষদণ্ডের নীতি প্রয়োগ করে কার্য করে।
প্রশ্ন:২
টিউবওয়েলের হাতল কোন্ শ্রেণির লিভার ? কেন ?
উত্তর:
টিউবওয়েলের হাতল প্রথম শ্রেণির লিভার, কারণ এখানে আলম্ব, ভার ও প্রযুক্ত বলের মধ্যবর্তী স্থানে থাকে।
প্রশ্ন:৩
যন্ত্রে যে শক্তি প্রয়োগ করা হয় সেই পরিমাণ কার্য পাওয়া যায় কী ?
উত্তর:
যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় সেই পরিমাণ কার্য পাওয়া যায় না। কারণ, ঘর্ষণজনিত বাধা–বলের জন্য কিছু শক্তি নষ্ট হয়।
প্রশ্ন:৪
কোন্ শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি, 1-এর সমান এবং 1-এর কম ?
উত্তর:
প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা বেশি হয়; আবার, বিশেষ ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা 1-এর সমান বা 1-এর কম হতে পারে।
প্রশ্ন:৫
যন্ত্রে কখন সুবিধার পরিবর্তে অসুবিধার সৃষ্টি হয় ?
উত্তর:
যদি যন্ত্র কর্তৃক অতিক্রান্ত বাধা প্রযুক্ত বল অপেক্ষা কম হয় তবে যন্ত্রে সুবিধার পরিবর্তে অসুবিধার সৃষ্টি হয়।
প্রশ্ন:৬
ঢেঁকি প্রথম শ্রেণির লিভার। এতে কি যান্ত্রিক সুবিধা পাওয়া যায় ?
উত্তর:
প্রথম শ্রেণির লিভারে সবসময় যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। বল বাহু রোধ বাহুর চেয়ে ছোটো হলে যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়। ঢেঁকির বল বাহু রোধ বাহুর চেয়ে ছোটো বলে ঢেঁকির যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়।
প্রশ্ন:৭
নততলে যতটা বল প্রয়োগ করা হয় তা বাধার সমান, কম না বেশি ?
উত্তর:
নততলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তা বাধা অপেক্ষা কম। তাই যান্ত্রিক সুবিধা 1-এর বেশি।
প্রশ্ন:৮
তুলাযন্ত্রের যান্ত্রিক সুবিধা কত ?
উত্তর:
তুলাযন্ত্রের যান্ত্রিক সুবিধা 1-এর সমান হয়।
প্রশ্ন:৯
সাম্যাবস্থায় লিভারের নীতি কী ?
উত্তর:
সাম্যাবস্থায় লিভারের নীতি হল,
প্রযুক্ত বল × বল বাহু = ভার × রোধ বাহু।
প্রশ্ন:১০
একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত ?
উত্তর:
একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা 100%।
Comments
Post a Comment