প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–১২
পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)
প্রশ্ন:১
শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না কেন ?
উত্তর:
শব্দবিস্তারের জন্য মাধ্যমের স্থিতিস্থাপক ধর্ম থাকা প্রয়োজন। শূন্য মাধ্যমের স্থিতিস্থাপক ধর্ম না থাকার জন্য শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না।
প্রশ্ন:২
শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতা কি সমার্থক ?
উত্তর:
শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতা সমার্থক নয়। কম্পাঙ্ক পরিমাপযোগ্য একটি ভৌত রাশি কিন্তু তীক্ষ্ণতা শ্রবণেন্দ্রিয়ের একটি বিশেষ অনুভূতি।
প্রশ্ন:৩
অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি ঘনীভবন ও তার পরবর্তী তনুভবনের মোট দৈর্ঘ্যকে কী বলা হয় ?
উত্তর:
অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি ঘনীভবন এবং তার পরবর্তী তনুভবনের মোট দৈর্ঘ্যকে তরঙ্গদৈর্ঘ্য বলে।
প্রশ্ন:৪
একটি স্পন্দিত সুরশলাকা যে শব্দ উৎপন্ন করে তা সুর, না স্বর ?
উত্তর:
স্পন্দিত সুরশলাকা যে শব্দ উৎপন্ন করে তা সুর, কারণ এতে একটিমাত্র কম্পাঙ্কবিশিষ্ট শব্দ থাকে। প্রতিটি সুরশলাকার কম্পাঙ্ক নির্দিষ্ট।
প্রশ্ন:৫
কিভাবে শব্দ উৎপন্ন হয় ?
উত্তর:
জড়বস্তুর কম্পন এর ফলেই শব্দ উৎপন্ন হয়।
প্রশ্ন:৬
শব্দবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষায় সুরশলাকা ব্যবহার করা হয় কেন ?
উত্তর:
রবারের হাতুড়ি দিয়ে আঘাত করলে সুরশলাকা থেকে একটি কম্পাঙ্কবিশিষ্ট সুরযুক্ত শব্দ উৎপন্ন হয়। অর্থাৎ, সুরশলাকার কম্পনে সুর সৃষ্ট হয়। তাই শব্দবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষায় সুরশলাকা ব্যবহৃত হয়।
প্রশ্ন:৭
কোন্ মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি এবং কোন্ মাধ্যমে সবচেয়ে কম ?
উত্তর:
কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি এবং গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম।
প্রশ্ন:৮
শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতার মধ্যে কোন্টি ভৌতরাশি ?
উত্তর:
শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতার মধ্যে কম্পাঙ্ক একটি ভৌতরাশি কারণ এটিকে পরিমাপ করা যায়।
প্রশ্ন:৯
কম্পাঙ্কের একক কী ?
উত্তর:
কম্পাঙ্কের একক cps বা Hz।
প্রশ্ন:১০
শব্দ ও আলোর বেগ কি সমান ? কার বেগ বেশি ?
উত্তর:
শব্দ ও আলোর বেগ সমান নয়। আলোর বেগ বেশি।
Comments
Post a Comment