ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–৩
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
যে কণাটি পদার্থের মৌলিকত্বের জন্য দায়ী সেটি হল—
(a) ইলেকট্রন
(b) প্রোটন
(c) নিউট্রন
উত্তর: B
প্রশ্ন:২
যে জোড়ার ভর প্রায় সমান তারা হল—
(a) ইলেকট্রন ও প্রোটন
(b) প্রোটন ও নিউট্রন
(c) ইলেকট্রন ও নিউট্রন
উত্তর: B
প্রশ্ন:৩
একটি ইলেকট্রনের ভর হল—
(a) 9.11×10-²⁴
(b) 9.11×10-²⁸
(c) 1.60×10-¹⁹
উত্তর: B
প্রশ্ন:৪
নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হল—
(a) মহাকর্ষ বল
(b) স্থির তাড়িতিক বল
(c) নিউক্লিয় বল
উত্তর: C
প্রশ্ন:৫
যে মৌলের পরমাণুতে নিউট্রন থাকে না সেটি হল—
(a) নাইট্রোজেন
(b) হিলিয়াম
(c) সাধারণ হাইড্রোজেন
উত্তর: C
প্রশ্ন:৬
আইসোটোপ নেই এমন একটি মৌল হল—
(a) কার্বন
(b) ফ্লুরিন
(c) ক্লোরিন
উত্তর: B
প্রশ্ন:৭
হাইড্রোজেনের একটি আইসোটোপ হল—
(a) ডয়টেরিয়াম
(b) লিথিয়াম
(c) হিলিয়াম
উত্তর: A
প্রশ্ন:৮
পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী—
(a) প্রোটন
(b) ইলেকট্রন
(c) নিউট্রন
উত্তর: A
প্রশ্ন:৯
নিউট্রনের ভর প্রোটনের ভরের চেয়ে—
(a) কম
(b) বেশি
(c) একই
উত্তর: B
প্রশ্ন:১০
1 টি নিউট্রন coulomb এককে যে পরিমাণ আধান বহন করে তার মান—
(a) 1.60×10-¹⁹
(b) 4.8×10-¹⁰
(c) 0
উত্তর: C
Comments
Post a Comment