শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–৩
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
যে কণাটি পদার্থের মৌলিকত্বের জন্য দায়ী সেটি হল—
(a) ইলেকট্রন
(b) প্রোটন
(c) নিউট্রন
উত্তর: B
প্রশ্ন:২
যে জোড়ার ভর প্রায় সমান তারা হল—
(a) ইলেকট্রন ও প্রোটন
(b) প্রোটন ও নিউট্রন
(c) ইলেকট্রন ও নিউট্রন
উত্তর: B
প্রশ্ন:৩
একটি ইলেকট্রনের ভর হল—
(a) 9.11×10-²⁴
(b) 9.11×10-²⁸
(c) 1.60×10-¹⁹
উত্তর: B
প্রশ্ন:৪
নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হল—
(a) মহাকর্ষ বল
(b) স্থির তাড়িতিক বল
(c) নিউক্লিয় বল
উত্তর: C
প্রশ্ন:৫
যে মৌলের পরমাণুতে নিউট্রন থাকে না সেটি হল—
(a) নাইট্রোজেন
(b) হিলিয়াম
(c) সাধারণ হাইড্রোজেন
উত্তর: C
প্রশ্ন:৬
আইসোটোপ নেই এমন একটি মৌল হল—
(a) কার্বন
(b) ফ্লুরিন
(c) ক্লোরিন
উত্তর: B
প্রশ্ন:৭
হাইড্রোজেনের একটি আইসোটোপ হল—
(a) ডয়টেরিয়াম
(b) লিথিয়াম
(c) হিলিয়াম
উত্তর: A
প্রশ্ন:৮
পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী—
(a) প্রোটন
(b) ইলেকট্রন
(c) নিউট্রন
উত্তর: A
প্রশ্ন:৯
নিউট্রনের ভর প্রোটনের ভরের চেয়ে—
(a) কম
(b) বেশি
(c) একই
উত্তর: B
প্রশ্ন:১০
1 টি নিউট্রন coulomb এককে যে পরিমাণ আধান বহন করে তার মান—
(a) 1.60×10-¹⁹
(b) 4.8×10-¹⁰
(c) 0
উত্তর: C
Comments
Post a Comment