দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–৩
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
যে কণাটি পদার্থের মৌলিকত্বের জন্য দায়ী সেটি হল—
(a) ইলেকট্রন
(b) প্রোটন
(c) নিউট্রন
উত্তর: B
প্রশ্ন:২
যে জোড়ার ভর প্রায় সমান তারা হল—
(a) ইলেকট্রন ও প্রোটন
(b) প্রোটন ও নিউট্রন
(c) ইলেকট্রন ও নিউট্রন
উত্তর: B
প্রশ্ন:৩
একটি ইলেকট্রনের ভর হল—
(a) 9.11×10-²⁴
(b) 9.11×10-²⁸
(c) 1.60×10-¹⁹
উত্তর: B
প্রশ্ন:৪
নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হল—
(a) মহাকর্ষ বল
(b) স্থির তাড়িতিক বল
(c) নিউক্লিয় বল
উত্তর: C
প্রশ্ন:৫
যে মৌলের পরমাণুতে নিউট্রন থাকে না সেটি হল—
(a) নাইট্রোজেন
(b) হিলিয়াম
(c) সাধারণ হাইড্রোজেন
উত্তর: C
প্রশ্ন:৬
আইসোটোপ নেই এমন একটি মৌল হল—
(a) কার্বন
(b) ফ্লুরিন
(c) ক্লোরিন
উত্তর: B
প্রশ্ন:৭
হাইড্রোজেনের একটি আইসোটোপ হল—
(a) ডয়টেরিয়াম
(b) লিথিয়াম
(c) হিলিয়াম
উত্তর: A
প্রশ্ন:৮
পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী—
(a) প্রোটন
(b) ইলেকট্রন
(c) নিউট্রন
উত্তর: A
প্রশ্ন:৯
নিউট্রনের ভর প্রোটনের ভরের চেয়ে—
(a) কম
(b) বেশি
(c) একই
উত্তর: B
প্রশ্ন:১০
1 টি নিউট্রন coulomb এককে যে পরিমাণ আধান বহন করে তার মান—
(a) 1.60×10-¹⁹
(b) 4.8×10-¹⁰
(c) 0
উত্তর: C
Comments
Post a Comment