দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–৪
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
Na পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1 হলে Na+ আয়নের ইলেকট্রন-বিন্যাস হবে—
(a) 2, 8, 1
(b) 2, 8
(c) 2, 8, 2
উত্তর: B
প্রশ্ন:২
কোনো পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলে সেটি পরিণত হয়—
(a) ক্যাটায়নে
(b) অ্যানায়নে
(c) মূলকে
উত্তর: B
প্রশ্ন:৩
একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় যতগুণ ভারী তা হল—
(a) 1837
(b) 1839
(c) 2
উত্তর: A
প্রশ্ন:৪
গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস-অণুর বেগ—
(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) একই থাকে
উত্তর: A
প্রশ্ন:৫
সমস্থানিকগুলির মধ্যে পার্থক্য দেখা যায়—
(a) নিউট্রন সংখ্যায়
(b) প্রোটন সংখ্যায়
(c) ইলেকট্রন সংখ্যায়
উত্তর: A
প্রশ্ন:৬
একই উষ্ণতা ও চাপে সম ও আয়তন সব গ্যাসে সমান সমান সংখ্যক—
(a) অণু থাকে
(b) পরমাণু থাকে
(c) নিষ্ক্রিয় গ্যাস থাকে
উত্তর: A
প্রশ্ন:৭
অক্সিজেন মৌলের আইসোটোপ সংখ্যা—
(a) 2 টি
(b) 3 টি
(c) 4 টি
উত্তর: B
প্রশ্ন:৮
___ অণুও পরমাণুর সমার্থক ?
(a) নিষ্ক্রিয় গ্যাসগুলির
(b) পরমানুর
(c) কোনোটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৯
একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় যতগুণ ভারী তা হল—
(a) 1837
(b) 1839
(c) 2
উত্তর: B
প্রশ্ন:১০
Ca পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2 হলে Ca++ আয়নের ইলেকট্রন বিন্যাস হবে—
(a) 2, 8, 8, 1
(b) 2, 8, 8
(c) 2, 8, 8, 2
উত্তর: B
Comments
Post a Comment