প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–৪
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
Na পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1 হলে Na+ আয়নের ইলেকট্রন-বিন্যাস হবে—
(a) 2, 8, 1
(b) 2, 8
(c) 2, 8, 2
উত্তর: B
প্রশ্ন:২
কোনো পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলে সেটি পরিণত হয়—
(a) ক্যাটায়নে
(b) অ্যানায়নে
(c) মূলকে
উত্তর: B
প্রশ্ন:৩
একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় যতগুণ ভারী তা হল—
(a) 1837
(b) 1839
(c) 2
উত্তর: A
প্রশ্ন:৪
গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস-অণুর বেগ—
(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) একই থাকে
উত্তর: A
প্রশ্ন:৫
সমস্থানিকগুলির মধ্যে পার্থক্য দেখা যায়—
(a) নিউট্রন সংখ্যায়
(b) প্রোটন সংখ্যায়
(c) ইলেকট্রন সংখ্যায়
উত্তর: A
প্রশ্ন:৬
একই উষ্ণতা ও চাপে সম ও আয়তন সব গ্যাসে সমান সমান সংখ্যক—
(a) অণু থাকে
(b) পরমাণু থাকে
(c) নিষ্ক্রিয় গ্যাস থাকে
উত্তর: A
প্রশ্ন:৭
অক্সিজেন মৌলের আইসোটোপ সংখ্যা—
(a) 2 টি
(b) 3 টি
(c) 4 টি
উত্তর: B
প্রশ্ন:৮
___ অণুও পরমাণুর সমার্থক ?
(a) নিষ্ক্রিয় গ্যাসগুলির
(b) পরমানুর
(c) কোনোটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৯
একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় যতগুণ ভারী তা হল—
(a) 1837
(b) 1839
(c) 2
উত্তর: B
প্রশ্ন:১০
Ca পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2 হলে Ca++ আয়নের ইলেকট্রন বিন্যাস হবে—
(a) 2, 8, 8, 1
(b) 2, 8, 8
(c) 2, 8, 8, 2
উত্তর: B
Comments
Post a Comment