প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–৪
পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)
প্রশ্ন:১
ভূপৃষ্ঠে পতনশীল পাথরখণ্ডের গতি কী ধরনের গতি ?
উত্তর:
ভূপৃষ্ঠে পতনশীল পাথরখণ্ডের গতি চলন গতি।
প্রশ্ন:২
একটি উদাহরণ দাও যেখানে বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখের পরিবর্তনের জন্য ত্বরণ সৃষ্টি হয়।
উত্তর:
কোনো বস্তুকণা সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে প্রতি মুহূর্তে বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখের পরিবর্তন ঘটে। এক্ষেত্রে বস্তুকণার গতির প্রতি মুহূর্তে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটি ত্বরণ সৃষ্টি হয়। একে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ।
প্রশ্ন:৩
কয়েকটি স্থির বস্তু এবং কয়েকটি গতিশীল বস্তুর উদাহরণ দাও।
উত্তর:
স্থির বস্তু—ঘরবাড়ি, গাছপালা, পাহাড়পর্বত। গতিশীল বস্তু—চলন্ত রেলগাড়ি, উড্ডীয়মান বিমান, উড়ন্ত পাখি, নদীর স্রোত।
প্রশ্ন:৪
সমবেগে চলমান বস্তুর ওপর কোনো বল প্রয়োগ হচ্ছে কি ? সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত হবে ?
উত্তর:
সমবেগে চলমান বস্তুর ওপর কোনো বল ক্রিয়া করে না। সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণ শূন্য হবে।
প্রশ্ন:৫
একটি ট্রেনে বসা যাত্রীর কাছে পাশের আর একটি ট্রেন কী কী অবস্থায় স্থির বলে মনে হতে পারে—যুক্তিসহ বুঝিয়ে দাও।
উত্তর:
উভয় ট্রেনই স্থির অবস্থায় থাকলে অথবা উভয়েই একই দিকে একই দ্রুতিতে গতিশীল থাকলে, একটি ট্রেনে বসা যাত্রীর কাছে পাশের ট্রেনটি স্থির বলে মনে হয়।
প্রশ্ন:৬
ত্বরণহীন সচল বস্তুর বেগের প্রকৃতি কেমন হয় ?
উত্তর:
ত্বরণহীন অবস্থায় বস্তুর বেগ ধ্রুবক থাকে অর্থাৎ বস্তুটি সমবেগে গতিশীল হয়।
প্রশ্ন:৭
চলন্ত সাইকেলের চাকার গতি এবং ঘড়ির কাঁটার গতি কী ধরনের গতি ?
উত্তর:
চলন্ত সাইকেলের চাকার গতি মিশ্র গতি এবং ঘড়ির কাঁটার গতি আবর্ত গতি।
প্রশ্ন:৮
মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন ?
উত্তর:
কোনো বস্তুকণা ত্বরণসহ অগ্রসর হলে তার বেগ নির্দিষ্ট হারে ক্রমশ বাড়ে এবং মন্দনসহ অগ্রসর হলে তার বেগ নির্দিষ্ট হারে কমে। ত্বরণকে ধনাত্মক ধরা হলে, মন্দন যেহেতু তার বিপরীত, তাই একে ঋণাত্মক ত্বরণ বলা হয়।
কোনো বস্তুকণার প্রাথমিক বেগ u এবং t সময় পরে বেগ বৃদ্ধি পেয়ে v হলে বস্তুকণার ত্বরণ, f=v–u / t।
আবার, t সময় পরে বেগ কমে v হলে,
মন্দন= u–v / t = –(v–u) / t = –f = –ত্বরণ।
প্রশ্ন:৯
ঘূর্ণায়মান পাখার গতি কী ধরনের গতি ?
উত্তর:
ঘূর্ণায়মান পাখার গতি আর্বতগতি।
প্রশ্ন:১০
পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি কী প্রকার গতি ?
উত্তর:
পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি দুটি ভিন্ন প্রকার ঘূর্ণন গতির মিশ্রণ। কিন্তু পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় পৃথিবী কখনও সূর্যের কাছে, আবার কখনও সূর্য থেকে দূরে সরে যায়। এই জন্য পৃথিবীর গতিতে কিছু পরিমাণ চলন গতিও বর্তমান।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment