ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়
প্রশ্ন:১
তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও।
উত্তর:
তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ একক হল ভরবেগের একক।
ভরবেগ = ভর × বেগ = ভর × সরণ / সময়
∴ ভরবেগের একক = ভরের একক x দৈর্ঘ্যের একক / সময়ের একক।
প্রশ্ন:২
পৃথিবী থেকে ধ্রুবতারার দূরত্ব কোন্ এককে প্রকাশ করবে ?
উত্তর:
পৃথিবী থেকে ধ্রুবতারার দূরত্ব আলোকবর্ষ এককে প্রকাশ করা হয়।
প্রশ্ন:৩
জলকে ভৌত রাশি বলা হয় না কেন ?
উত্তর:
জলের ভর, আয়তন বা ঘনত্ব পরিমাপ করা যায়। তাই ভর, আয়তন বা ঘনত্ব এগুলি ভৌত রাশি, কিন্তু জ নিজে ভৌত রাশি নয়।
প্রশ্ন:৪
আলোকবর্ষ কাকে বলে ? এর মান কত ? আলোকবর্ষের একক মৌলিক না লব্ধ ?
উত্তর:
শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।
1 আলোকবর্ষ = 9.45 × 1012 km (প্রায়)। আলোকবর্ষ যেহেতু দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য প্রকাশ করে, তাই এটি মৌলিক একক।
প্রশ্ন:৫
এককবিহীন দুটি রাশির নাম লেখো।
উত্তর:
এককবিহীন দুটি রাশির নাম হল আপেক্ষিক গুরুত্ব ও পারমাণবিক গুরুত্ব। এই দুটি স্কেলার রাশি।
প্রশ্ন:৬
megameter কী? 1 megameter=কত meter?
উত্তর:
megameter দৈর্ঘ্যের একক।
1 Mm=10⁶ m।
প্রশ্ন:৭
CGS পদ্ধতিতে মৌলিক এককগুলির নাম লেখো।
উত্তর:
CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক centimeter (cm), LA ভরের একক gram (g) এবং সময়ের একক second (s)।
প্রশ্ন:৮
দুটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও।
উত্তর:
দুটি মূল এককদ্বারা গঠিত একটি লব্ধ একক হল বেগের একক।
বেগের একক = সরণের একক / সময়ের একক = দৈর্ঘ্যের একক / সময়ের একক।
প্রশ্ন:৯
1 আলোক-সেকেন্ড কাকে বলে ?
উত্তর:
শূন্যস্থানের মধ্য দিয়ে আলো 1 second-এ যে দূরত্ব অতিক্রম করে, তাকে 1 আলোক-সেকেন্ড (light second) বলে।
প্রশ্ন:১০
femtometer কী? 1 femtometer=কত meter ?
উত্তর:
femtometer দৈর্ঘ্যের একক।
1fm=10-¹⁵ m।
Comments
Post a Comment