নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়
প্রশ্ন:১
তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও।
উত্তর:
তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ একক হল ভরবেগের একক।
ভরবেগ = ভর × বেগ = ভর × সরণ / সময়
∴ ভরবেগের একক = ভরের একক x দৈর্ঘ্যের একক / সময়ের একক।
প্রশ্ন:২
পৃথিবী থেকে ধ্রুবতারার দূরত্ব কোন্ এককে প্রকাশ করবে ?
উত্তর:
পৃথিবী থেকে ধ্রুবতারার দূরত্ব আলোকবর্ষ এককে প্রকাশ করা হয়।
প্রশ্ন:৩
জলকে ভৌত রাশি বলা হয় না কেন ?
উত্তর:
জলের ভর, আয়তন বা ঘনত্ব পরিমাপ করা যায়। তাই ভর, আয়তন বা ঘনত্ব এগুলি ভৌত রাশি, কিন্তু জ নিজে ভৌত রাশি নয়।
প্রশ্ন:৪
আলোকবর্ষ কাকে বলে ? এর মান কত ? আলোকবর্ষের একক মৌলিক না লব্ধ ?
উত্তর:
শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।
1 আলোকবর্ষ = 9.45 × 1012 km (প্রায়)। আলোকবর্ষ যেহেতু দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য প্রকাশ করে, তাই এটি মৌলিক একক।
প্রশ্ন:৫
এককবিহীন দুটি রাশির নাম লেখো।
উত্তর:
এককবিহীন দুটি রাশির নাম হল আপেক্ষিক গুরুত্ব ও পারমাণবিক গুরুত্ব। এই দুটি স্কেলার রাশি।
প্রশ্ন:৬
megameter কী? 1 megameter=কত meter?
উত্তর:
megameter দৈর্ঘ্যের একক।
1 Mm=10⁶ m।
প্রশ্ন:৭
CGS পদ্ধতিতে মৌলিক এককগুলির নাম লেখো।
উত্তর:
CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক centimeter (cm), LA ভরের একক gram (g) এবং সময়ের একক second (s)।
প্রশ্ন:৮
দুটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও।
উত্তর:
দুটি মূল এককদ্বারা গঠিত একটি লব্ধ একক হল বেগের একক।
বেগের একক = সরণের একক / সময়ের একক = দৈর্ঘ্যের একক / সময়ের একক।
প্রশ্ন:৯
1 আলোক-সেকেন্ড কাকে বলে ?
উত্তর:
শূন্যস্থানের মধ্য দিয়ে আলো 1 second-এ যে দূরত্ব অতিক্রম করে, তাকে 1 আলোক-সেকেন্ড (light second) বলে।
প্রশ্ন:১০
femtometer কী? 1 femtometer=কত meter ?
উত্তর:
femtometer দৈর্ঘ্যের একক।
1fm=10-¹⁵ m।
Comments
Post a Comment