শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–২
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 44 হলে ওই গ্যাসের বাষ্পঘনত্ব হবে—
(a) 44
(b) 88
(c) 22
উত্তর: C
প্রশ্ন:২
যে ক্ষেত্রে সবচেয়ে কম সংখ্যক অণু বিদ্যমান তা হল—
(a) প্রমাণ অবস্থায় 11.2 L CO2
(b) 2×10²³ অণু CO2 গ্যাস
(c) 1 g.mol CO2 গ্যাস
উত্তর: B
প্রশ্ন:৩
যে ক্ষেত্রে গ্রাম অণুর সংখ্যা সবচেয়ে বেশি তা হল—
(a) 88 g CO2
(b) 34 g NH3
(c) 80 g O2
উত্তর: C
প্রশ্ন:৪
NTP-তে 22.4 L অ্যামোনিয়া ও 22.4 L কার্বন ডাইঅক্সাইডের মধ্যে—
(a) কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা বেশি
(b) অ্যামোনিয়ায় অণুর সংখ্যা বেশি
(c) অণুর সংখ্যা সমান
উত্তর: C
প্রশ্ন:৫
অ্যাভোগাড্রো সংখ্যার মান হল—
(a) 6.023×10-²³
(b) 6.023×10²³
(c) 3.01×10-²³
উত্তর: B
প্রশ্ন:৬
NTP-তে 34 g অ্যামোনিয়া গ্যাসের আয়তন—
(a) 11.2 L
(b) 22.4 L
(c) 44.8 L
উত্তর: C
প্রশ্ন:৭
অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন—
(a) অ্যাভোগাড্রো
(b) মিলিকান
(c) বয়েল
উত্তর: B
প্রশ্ন:৮
NTP-তে 11.2 L একটি গ্যাসের ওজন 14 g। গ্যাসটির আণবিক সংকেত হল—
(a) NH3
(b) SO2
(c) CO
উত্তর: C
প্রশ্ন:৯
2 g.mol অক্সিজেনের ওজন—
(a) 64 g
(b) 32 g
(c) 16 g
উত্তর: A
প্রশ্ন:১০
অ্যাভোগাড্রো সংখ্যার দ্বারা আমরা বুঝি যে এক গ্রাম অণু গ্যাসে ওই সংখ্যক—
(a) অণু থাকে
(b) পরমাণু থাকে
(c) মোট অণু ও পরমাণু থাকে
উত্তর: A
Comments
Post a Comment