বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–৪
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
কোনো দ্রবণের g·L-¹ মাত্রা কাকে বলে ?
উত্তর:
1 liter আয়তনের দ্রবণে যত gram দ্রাব দ্রবীভূত থাকে, সেই gram সংখ্যাকে ওই দ্রবণের g·L-¹ মাত্রা বলে।
প্রশ্ন:২
অতিরিক্ত দ্রাব যোগ না করে একটি অসম্পৃক্ত দ্রবণকে কীভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে ?
উত্তর:
অতিরিক্ত দ্রাব যোগ না করে তাপ প্রয়োগে কিছু পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করে একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়।
প্রশ্ন:৩
দ্রাব্যতার একক কী ?
উত্তর:
দ্রাব্যতা দুটি ভরের অনুপাত হওয়ায় এর কোনো একক নেই। এটি একটি সংখ্যামাত্র।
প্রশ্ন:৪
রক্ত কী ধরনের দ্রবণ ?
উত্তর:
রক্ত কোলয়েড দ্রবণ।
প্রশ্ন:৫
দ্রবণ মিশ্র পদার্থ না যৌগিক পদার্থ ?
উত্তর:
দ্রবণ মিশ্র পদার্থ।
প্রশ্ন:৬
সাধারণ লবণ জলে দ্রবীভূত হয়—এখানে দ্রাব ও দ্রাবকের নাম করো।
উত্তর:
এখানে লবণ দ্রাব এবং জল দ্রাবক।
প্রশ্ন:৭
সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ালে কী হবে ?
উত্তর:
সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ালে দ্রবণ অসম্পৃক্ত হয়ে যায়।
প্রশ্ন:৮
দ্রাব এবং দ্রাবকের ভৌত অবস্থা পৃথক হলে দ্রবণের ভৌত অবস্থা কী হবে ?
উত্তর:
দ্রাব ও দ্রাবকের ভৌত অবস্থা পৃথক হলে দ্রবণটির ভৌত অবস্থা দ্রাবকের ভৌত অবস্থার মতো হয়।
প্রশ্ন:৯
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় x g জলে y g দ্রাব দ্রবীভূত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। ওই তাপমাত্রায় দ্রাবের দ্রাব্যতা কত ?
উত্তর:
প্রদত্ত তাপমাত্রায় দ্রাবের দ্রাব্যতা = y/x × 100।
প্রশ্ন:১০
কোনো দ্রবণের শতকরা মাত্রা বলতে কী বোঝ ?
উত্তর:
প্রতি 100mL আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, সেই গ্রাম সংখ্যাকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment