ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–৪
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
কোনো দ্রবণের g·L-¹ মাত্রা কাকে বলে ?
উত্তর:
1 liter আয়তনের দ্রবণে যত gram দ্রাব দ্রবীভূত থাকে, সেই gram সংখ্যাকে ওই দ্রবণের g·L-¹ মাত্রা বলে।
প্রশ্ন:২
অতিরিক্ত দ্রাব যোগ না করে একটি অসম্পৃক্ত দ্রবণকে কীভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে ?
উত্তর:
অতিরিক্ত দ্রাব যোগ না করে তাপ প্রয়োগে কিছু পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করে একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়।
প্রশ্ন:৩
দ্রাব্যতার একক কী ?
উত্তর:
দ্রাব্যতা দুটি ভরের অনুপাত হওয়ায় এর কোনো একক নেই। এটি একটি সংখ্যামাত্র।
প্রশ্ন:৪
রক্ত কী ধরনের দ্রবণ ?
উত্তর:
রক্ত কোলয়েড দ্রবণ।
প্রশ্ন:৫
দ্রবণ মিশ্র পদার্থ না যৌগিক পদার্থ ?
উত্তর:
দ্রবণ মিশ্র পদার্থ।
প্রশ্ন:৬
সাধারণ লবণ জলে দ্রবীভূত হয়—এখানে দ্রাব ও দ্রাবকের নাম করো।
উত্তর:
এখানে লবণ দ্রাব এবং জল দ্রাবক।
প্রশ্ন:৭
সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ালে কী হবে ?
উত্তর:
সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ালে দ্রবণ অসম্পৃক্ত হয়ে যায়।
প্রশ্ন:৮
দ্রাব এবং দ্রাবকের ভৌত অবস্থা পৃথক হলে দ্রবণের ভৌত অবস্থা কী হবে ?
উত্তর:
দ্রাব ও দ্রাবকের ভৌত অবস্থা পৃথক হলে দ্রবণটির ভৌত অবস্থা দ্রাবকের ভৌত অবস্থার মতো হয়।
প্রশ্ন:৯
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় x g জলে y g দ্রাব দ্রবীভূত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। ওই তাপমাত্রায় দ্রাবের দ্রাব্যতা কত ?
উত্তর:
প্রদত্ত তাপমাত্রায় দ্রাবের দ্রাব্যতা = y/x × 100।
প্রশ্ন:১০
কোনো দ্রবণের শতকরা মাত্রা বলতে কী বোঝ ?
উত্তর:
প্রতি 100mL আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, সেই গ্রাম সংখ্যাকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment