ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়
প্রশ্ন:১
পৃথিবীপৃষ্ঠের কোন্ স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বনিম্ন এবং কত ?
উত্তর:
পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সর্বনিম্ন। এর মান প্রায় 9.78 m.s-²।
প্রশ্ন:২
বস্তুর ভর থাকা সত্ত্বেও ওজন শূন্য হতে পারে কি ?
উত্তর:
বস্তুর ভর থাকা সত্ত্বেও ওজন শূন্য হতে পারে; অভিকর্ষজ ত্বরণ শূন্য হলে। যেমন—অবাধে পতনশীল যে-কোনো ভরের বস্তুর ওজন শূন্য হয়।
প্রশ্ন:৩
পৃথিবীপৃষ্ঠে একটি বস্তুর ভর 36 kg। বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে ওর ভর ও ওজন কত হবে ?
উত্তর:
চাঁদে বস্তুটির ভর 36 kg-ই থাকবে, কারণ স্থানভেদে ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু চাঁদে বস্তুটির ভার বা ওজন হবে 36 × 1 / 6 = 6 kg-wt।
প্রশ্ন:৪
পৃথিবীপৃষ্ঠের কোন্ স্থানে বস্তুর ওজন সর্বনিম্ন হয় এবং কোন্ স্থানে সর্বাধিক হয় ?
উত্তর:
পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন সর্বনিম্ন এবং মেরু অঞ্চলে বস্তুর ওজন সর্বাধিক হয়।
প্রশ্ন:৫
SI-তে অভিকর্ষজ ত্বরণের মান কত ?
উত্তর:
SI-তে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 m.s-²।
প্রশ্ন:৬
পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত ?
উত্তর:
পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য।
প্রশ্ন:৭
পৃথিবীপৃষ্ঠের কোন্ স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি এবং কত ?
উত্তর:
পৃথিবীর মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি। এর মান প্রায় 9.83 m.s-²।
প্রশ্ন:৮
পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় কেন ?
উত্তর:
পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান বিভিন্ন। যেহেতু বস্তুর ওজন, 'g'-এর মানের ওপর নির্ভরশীল, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়।
প্রশ্ন:৯
পৃথিবীপৃষ্ঠে একটি বস্তুর ভর 10 g। পৃথিবীর কেন্দ্রে ওই বস্তুর ভর কত হবে ?
উত্তর:
পৃথিবীর কেন্দ্রে ওই বস্তুর ভর হবে 10 g কারণ বস্তুর ভর অবস্থানের ওপর নির্ভর করে না।
প্রশ্ন:১০
কোনো বস্তুকে পৃথিবী থেকে চন্দ্রে নিয়ে গেলে ওই বস্তুর ওজনের কীরূপ পরিবর্তন হবে ? বস্তুটির ভরেরই বা কী পরিবর্তন হবে ?
উত্তর:
কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে ওই বস্তুর ওজন কমে যাবে। পৃথিবীপৃষ্ঠে ওই বস্তুর যা ওজন ছিল চাঁদে ওই বস্তুর ওজন হবে তার 1 / 6 গুণ।
বস্তুটির ভরের কোনো পরিবর্তন হবে না। পৃথিবীতে বস্তুটির যা ভর ছিল চাঁদেও একই ভর থাকবে।
Comments
Post a Comment