বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–১
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বাড়ানো হলে তার পরম উষ্ণতা—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:২
পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান—
(a) 0 K
(b) 273 K
(c) 100 K
উত্তর: B
প্রশ্ন:৩
স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও উষ্ণতার সম্পর্কটি হল—
(a) রেনোর চাপের সূত্র
(b) বয়েলের সূত্র
(c) চার্লসের সূত্র
উত্তর: A
প্রশ্ন:৪
গভীর জলের তলাদেশ থেকে একটি বায়ু বুদ্-বুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তন—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:৫
স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্কটি হল—
(a) বয়েলের সূত্র
(b) রেনোর চাপের সূত্র
(c) চার্লসের সূত্র
উত্তর: C
প্রশ্ন:৬
সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতা হল—
(a) 0°C
(b) –100°C
(c) –273°C
উত্তর: C
প্রশ্ন:৭
পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ—
(a) সর্বোচ্চ
(b) সর্বনিম্ন
(c) শূন্য
উত্তর: C
প্রশ্ন:৮
উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন—
(a) বাড়ে
(b) কমে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:৯
আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার পরম উষ্ণতা—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:১০
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপের সম্পর্কটি হল—
(a) চার্লসের সূত্র
(b) বয়েলের সূত্র
(c) রেনোর চাপের সূত্র
উত্তর: B
Comments
Post a Comment