ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–১
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বাড়ানো হলে তার পরম উষ্ণতা—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:২
পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান—
(a) 0 K
(b) 273 K
(c) 100 K
উত্তর: B
প্রশ্ন:৩
স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও উষ্ণতার সম্পর্কটি হল—
(a) রেনোর চাপের সূত্র
(b) বয়েলের সূত্র
(c) চার্লসের সূত্র
উত্তর: A
প্রশ্ন:৪
গভীর জলের তলাদেশ থেকে একটি বায়ু বুদ্-বুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তন—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:৫
স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্কটি হল—
(a) বয়েলের সূত্র
(b) রেনোর চাপের সূত্র
(c) চার্লসের সূত্র
উত্তর: C
প্রশ্ন:৬
সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতা হল—
(a) 0°C
(b) –100°C
(c) –273°C
উত্তর: C
প্রশ্ন:৭
পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ—
(a) সর্বোচ্চ
(b) সর্বনিম্ন
(c) শূন্য
উত্তর: C
প্রশ্ন:৮
উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন—
(a) বাড়ে
(b) কমে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:৯
আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার পরম উষ্ণতা—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:১০
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপের সম্পর্কটি হল—
(a) চার্লসের সূত্র
(b) বয়েলের সূত্র
(c) রেনোর চাপের সূত্র
উত্তর: B
Comments
Post a Comment