ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–১
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বাড়ানো হলে তার পরম উষ্ণতা—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:২
পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান—
(a) 0 K
(b) 273 K
(c) 100 K
উত্তর: B
প্রশ্ন:৩
স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও উষ্ণতার সম্পর্কটি হল—
(a) রেনোর চাপের সূত্র
(b) বয়েলের সূত্র
(c) চার্লসের সূত্র
উত্তর: A
প্রশ্ন:৪
গভীর জলের তলাদেশ থেকে একটি বায়ু বুদ্-বুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তন—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:৫
স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্কটি হল—
(a) বয়েলের সূত্র
(b) রেনোর চাপের সূত্র
(c) চার্লসের সূত্র
উত্তর: C
প্রশ্ন:৬
সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতা হল—
(a) 0°C
(b) –100°C
(c) –273°C
উত্তর: C
প্রশ্ন:৭
পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ—
(a) সর্বোচ্চ
(b) সর্বনিম্ন
(c) শূন্য
উত্তর: C
প্রশ্ন:৮
উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন—
(a) বাড়ে
(b) কমে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:৯
আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার পরম উষ্ণতা—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:১০
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপের সম্পর্কটি হল—
(a) চার্লসের সূত্র
(b) বয়েলের সূত্র
(c) রেনোর চাপের সূত্র
উত্তর: B
Comments
Post a Comment