দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
[MCQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় (পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র), সেট–১
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় - পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র
প্রশ্ন:১
চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বাড়ানো হলে তার পরম উষ্ণতা—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:২
পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান—
(a) 0 K
(b) 273 K
(c) 100 K
উত্তর: B
প্রশ্ন:৩
স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও উষ্ণতার সম্পর্কটি হল—
(a) রেনোর চাপের সূত্র
(b) বয়েলের সূত্র
(c) চার্লসের সূত্র
উত্তর: A
প্রশ্ন:৪
গভীর জলের তলাদেশ থেকে একটি বায়ু বুদ্-বুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তন—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:৫
স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্কটি হল—
(a) বয়েলের সূত্র
(b) রেনোর চাপের সূত্র
(c) চার্লসের সূত্র
উত্তর: C
প্রশ্ন:৬
সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতা হল—
(a) 0°C
(b) –100°C
(c) –273°C
উত্তর: C
প্রশ্ন:৭
পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ—
(a) সর্বোচ্চ
(b) সর্বনিম্ন
(c) শূন্য
উত্তর: C
প্রশ্ন:৮
উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন—
(a) বাড়ে
(b) কমে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:৯
আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার পরম উষ্ণতা—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
প্রশ্ন:১০
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপের সম্পর্কটি হল—
(a) চার্লসের সূত্র
(b) বয়েলের সূত্র
(c) রেনোর চাপের সূত্র
উত্তর: B
Comments
Post a Comment