দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–৮
পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)
প্রশ্ন:১
মরীচিকা কীসের জন্য সৃষ্টি হয় ?
উত্তর:
আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা সৃষ্টি হয়।
প্রশ্ন:২
আলোকরশ্মি কাচ থেকে বায়ুতে আসছে। কখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে ?
উত্তর:
আলোকরশ্মি কাচ থেকে বায়ুতে আসার সময় বিভেদতলে সংকট কোণ অপেক্ষা বড়ো আপতন কোণে আপতিত হলে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে।
প্রশ্ন:৩
আলোকরশ্মির ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে কীভাবে দিক পরিবর্তন করে ?
উত্তর:
প্রশ্ন:৪
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলকের একটি আধুনিক ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো।
উত্তর:
কাচ-তন্তু বা গ্লাস-ফাইবার বা আলোক তন্তু ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে।
প্রশ্ন:৫
গ্রহ–নক্ষত্র কীভাবে চেনা যায় ?
উত্তর:
যে জ্যোতিষ্কের আলো স্থির মনে হয় সেটি গ্রহ এবং যে জ্যোতিষ্ক মিটমিট করে সেটি নক্ষত্র।
প্রশ্ন:৬
মরীচিকা সদবিম্ব, না অসদবিম্ব ?
উত্তর:
মরীচিকা অসদবিম্ব।
প্রশ্ন:৭
প্রতিসরণ হয় কেন ?
উত্তর:
বিভিন্ন মাধ্যমের আলোকীয় ঘনত্ব বিভিন্ন হওয়ায় আপতিত আলোর বেগের বিভিন্নতা দেখা যায়। এই কারণে প্রতিসরণ হয়।
প্রশ্ন:৮
প্রকৃতিতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি দৃষ্টান্ত দাও।
উত্তর:
প্রকৃতিতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দৃষ্টান্ত হল মরীচিকা।
প্রশ্ন:৯
পূর্ণ প্রতিফলনের সময় ঘনতর মাধ্যমে আলোকরশ্মির আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বেশি বা কম—এর কোন্টি হবে ?
উত্তর:
পূর্ণ প্রতিফলনের সময় ঘনতর মাধ্যমে আলোকরশ্মির আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বেশি হবে।
প্রশ্ন:১০
আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কোণ কত হবে ?
উত্তর:
আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ 90° হবে।
Comments
Post a Comment