বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
[VSQ] পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ) সেট–৮
পদার্থবিদ্যা(স্থিতি ও গতি, সরণ, দ্রুতি,বেগ ও ত্বরণ, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো এবং শব্দ)
প্রশ্ন:১
মরীচিকা কীসের জন্য সৃষ্টি হয় ?
উত্তর:
আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা সৃষ্টি হয়।
প্রশ্ন:২
আলোকরশ্মি কাচ থেকে বায়ুতে আসছে। কখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে ?
উত্তর:
আলোকরশ্মি কাচ থেকে বায়ুতে আসার সময় বিভেদতলে সংকট কোণ অপেক্ষা বড়ো আপতন কোণে আপতিত হলে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে।
প্রশ্ন:৩
আলোকরশ্মির ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে কীভাবে দিক পরিবর্তন করে ?
উত্তর:
প্রশ্ন:৪
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলকের একটি আধুনিক ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো।
উত্তর:
কাচ-তন্তু বা গ্লাস-ফাইবার বা আলোক তন্তু ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে।
প্রশ্ন:৫
গ্রহ–নক্ষত্র কীভাবে চেনা যায় ?
উত্তর:
যে জ্যোতিষ্কের আলো স্থির মনে হয় সেটি গ্রহ এবং যে জ্যোতিষ্ক মিটমিট করে সেটি নক্ষত্র।
প্রশ্ন:৬
মরীচিকা সদবিম্ব, না অসদবিম্ব ?
উত্তর:
মরীচিকা অসদবিম্ব।
প্রশ্ন:৭
প্রতিসরণ হয় কেন ?
উত্তর:
বিভিন্ন মাধ্যমের আলোকীয় ঘনত্ব বিভিন্ন হওয়ায় আপতিত আলোর বেগের বিভিন্নতা দেখা যায়। এই কারণে প্রতিসরণ হয়।
প্রশ্ন:৮
প্রকৃতিতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি দৃষ্টান্ত দাও।
উত্তর:
প্রকৃতিতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দৃষ্টান্ত হল মরীচিকা।
প্রশ্ন:৯
পূর্ণ প্রতিফলনের সময় ঘনতর মাধ্যমে আলোকরশ্মির আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বেশি বা কম—এর কোন্টি হবে ?
উত্তর:
পূর্ণ প্রতিফলনের সময় ঘনতর মাধ্যমে আলোকরশ্মির আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বেশি হবে।
প্রশ্ন:১০
আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কোণ কত হবে ?
উত্তর:
আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ 90° হবে।
Comments
Post a Comment