পদার্থবিদ্যা ও রসায়নের সাধারণ বিষয়
প্রশ্ন:১
CGS পদ্ধতিতে এবং SI-তে লীন তাপের একক কী ?
উত্তর:
CGS পদ্ধতিতে লীন তাপের একক cal.g-¹।
SI-তে লীন তাপের একক J.kg-¹।
প্রশ্ন:২
বরফ গলনের লীন তাপ 336000 J.kg-¹ বলতে কী বোঝায় ?
উত্তর:
বরফ গলনের লীন তাপ 336000 J.kg-¹ বলতে বোঝায় যে, 0°C-এর 1 kg বরফকে 0°C-এর 1 kg জলে পরিণত করতে 336000 joule তাপশক্তি প্রয়োজন।
প্রশ্ন:৩
CGS পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ? SI-তে এই মান কত ?
উত্তর:
CGS পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 cal.g-¹।
SI-তে জলের বাষ্পীভবনের লীন তাপ 2.26 x 10⁶ J.kg-¹।
প্রশ্ন:৪
0°C তাপমাত্রার 1 g জল থেকে 80 cal তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ?
উত্তর:
0°C তাপমাত্রার 1 g জল থেকে 80 cal তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা 0°C-ই থাকবে। কারণ এক্ষেত্রে নিষ্কাশিত 80 cal তাপ শুধুমাত্র 1 g জলের অবস্থান্তর ঘটিয়ে সম-উষ্ণতার 1 g বরফে পরিণত করবে।
প্রশ্ন:৫
তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে যে তাপ কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী তাপ বলে ?
উত্তর:
তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে যে তাপ কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লীন তাপ বলে।
প্রশ্ন:৬
100°C তাপমাত্রার 1 g জলকে 537 cal তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ?
উত্তর:
এক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা 100°C-ই থাকবে। তবে 100°C-এর 1 g জলে 537 cal তাপ দেওয়ায় তা 100°C-এর 1 g জলীয় বাষ্পে পরিণত হবে।
প্রশ্ন:৭
CGS পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ? SI-তে এই মান কত ?
উত্তর:
CGS পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ 80 cal.g-¹।
SI-তে বরফ গলনের লীন তাপ 3.36 x 10⁵ J.kg-¹।
প্রশ্ন:৮
100°C তাপমাত্রার 1 g জলীয় বাষ্প থেকে 537 cal তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ?
উত্তর:
এক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা 100°C-ই থাকবে। কিন্তু 100°C তাপমাত্রার 1 g জলীয় বাষ্প থেকে 537 cal তাপ বের করে নেওয়ায় তা 100°C তাপমাত্রার 1 g জলে পরিণত হবে।
প্রশ্ন:৯
0°C উষ্ণতার 1 g বরফকে 0°C উষ্ণতার জলে পরিণত করতে কত তাপ লাগবে ?
উত্তর:
0°C উষ্ণতার 1 g বরফকে 0°C উষ্ণতার 1g জলে পরিণত করতে 80 cal তাপ লাগবে।
প্রশ্ন:১০
কোন্ তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না ?
উত্তর:
লীন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না।
Comments
Post a Comment