বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
ভারত ইতিহাসের ভৌগলিক উপাদান ও তার প্রভাব
প্রশ্ন:১
ফা-হিয়েন কে ছিলেন ?
উত্তর:
ফা-হিয়েন ছিলেন একজন চৈনিক পরিব্রাজক। তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। তাঁর রচিত গ্রন্থের নাম ফো-কুয়ো-কিং।
প্রশ্ন:২
‘রামচরিত’ কে রচনা করেন ? ‘রামচরিত মানস’ কার রচনা ?
উত্তর:
রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী ‘রামচরিত’ রচনা করেন।
‘রামচরিত মানস’–কবি তুলসিদাসের রচনা।
প্রশ্ন:৩
ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রাচীন কালে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল ও যমুনা থেকে ব্রহ্মপুত্রের সমভূমি অংশের যে নামকরণ করা হয়েছিল তা উল্লেখ করো।
উত্তর:
উত্তরের পার্বত্য অঞ্চলের প্রাচীন নাম—পর্বত-শ্রয়িন।
যমুনা থেকে ব্রহ্মপুত্রের সমভূমি অঞ্চলের প্রাচীন নাম—মধ্যদেশ।
প্রশ্ন:৪
তারানাথ কে ছিলেন ?
উত্তর:
তারানাথ ছিলেন তিব্বতীয় ঐতিহাসিক। তিনি ‘ভারতে বৌদ্ধধর্মের জন্ম’ গ্রন্থটি রচনা করেন, যা ১৬৪৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাঁর অপর দুটি গ্রন্থ হল ‘দুলভা’ ও ‘তাংগ্যুর’। তারানাথের রচনা থেকে বৌদ্ধধর্মের বিভিন্ন তথ্য এবং পাল রাজাদের রাজত্বকালের পরিচয় পাওয়া যায়।
প্রশ্ন:৫
‘তহকক্-ই-হিন্দ’ কে রচনা করেন ?
উত্তর:
আল-বেরুনি।
প্রশ্ন:৬
কত খ্রিস্টাব্দে অশোকের শিলালিপির পাঠোদ্ধার হয় ? কে এই লিপির পাঠোদ্ধার করেন ?
উত্তর:
১৮৩৭ খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার হয়। জেমস প্রিন্সেপ সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন।
প্রশ্ন:৭
আল-বেরুনির প্রকৃত নাম কী ?
উত্তর:
আবু রিহান।
প্রশ্ন:৮
হিউয়েন সাঙ্ কে ছিলেন ? তিনি কখন ভারতে আসেন ?
উত্তর:
হিউয়েন সাঙ্ ছিলেন একজন চৈনিক পরিব্রাজক। হিউয়েন সাঙ্ হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন।
প্রশ্ন:৯
কোন্ পর্বতমালা ভারতকে দু-ভাগে বিভক্ত করেছে ? ওই দুটি অংশের নাম লেখো।
উত্তর:
বিন্ধ্য পর্বতমালা ভারতকে উত্তর ও দক্ষিণ এই দুটি অংশে বিভক্ত করেছে। উত্তরাংশের নাম আর্যাবর্ত এবং দক্ষিণাংশের নাম দাক্ষিণাত্য।
প্রশ্ন:১০
আল-বেরুনি কে ছিলেন ? তিনি কখন ভারতে আসেন ?
উত্তর:
আল-বেরুনি গজনির সুলতান মামুদের সভাসদ ছিলেন। সুলতান মামুদ কর্তৃক ভারত আক্রমণের সময় তিনি মামুদের সঙ্গে এদেশে আসেন।
Comments
Post a Comment