রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর >>> হরমোন
⚡প্রশ্ন:১
জিব্বেরেলিন প্রথম কোথা থেকে আবিস্কৃত হয় ?
উত্তর:
জিব্বেরেলা ফুজিকুরই ( Gibberella fujikuroi ) নামক ছত্রাক থেকে জিব্বেরেলিন হরমােনটি প্রথম আবিষ্কৃত হয় ।
⚡প্রশ্ন:২
জিব্বেরেলিন কীভাবে পরিবাহিত হয় ?
উত্তর:
জিব্বেরেলিন জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে যথাক্রমে ঊর্ধ্ব ও নিম্ন উভয় দিকেই পরিবাহিত হয় ।
⚡প্রশ্ন:৩
বৃদ্ধিরােধক একটি উদ্ভিদ-হরমােনের নাম লেখাে ।
উত্তর:
বৃদ্ধিরােধক একটি উদ্ভিদ-হরমােন হল অ্যাবসাইসিক অ্যাসিড ( ABA ) ।
⚡প্রশ্ন:৪
‘ লােকাল হরমােন ' কাকে বলে ?
উত্তর:
যেসব হরমােন উৎপত্তিস্থলে ক্রিয়া করে তাদের লোকাল হরমােন বলে । যেমন — সিক্ৰিটিন, গ্যাস্ট্রিন ইত্যাদি ।
⚡প্রশ্ন:৫
ট্রপিক হরমােন কাকে বলে ? উদাহরণ দাও ।
উত্তর:
যে হরমােন একটি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য অনাল গ্রথির হরমােন নিঃসরণ নিয়ন্ত্রণ করে তাকে ট্রপিক হরমােন বলে । যেমন — অ্যাড্রেনােকর্টিকোট্রপিক হরমােন ( ACTH ) ।
⚡প্রশ্ন:৬
পিটুইটারির ট্রপিক হরমােন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন তিনটি অনাল গ্রন্থির নাম লেখাে ।
উত্তর:
পিটুইটারির ট্রপিক হরমােনের নিয়ন্ত্রণাধীন নয় এমন তিনটি অনাল গ্রন্থি হল — অগ্ন্যাশয়, প্যারাথাইরয়েড ও অ্যাড্রেনাল মেডালা ।
⚡প্রশ্ন:৭
স্ত্রীলােকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমােনটির নাম লেখাে ।
উত্তর:
স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমােনটি হল — ইস্ট্রোজেন ।
⚡প্রশ্ন:৮
ইনসুলিনের অভাবে মানবদেহে কী রােগ হয় ?
উত্তর:
ইনসুলিনের অভাবে মানবদেহে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রােগ হয় ।
⚡প্রশ্ন:৯
অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় অবস্থিত ?
উত্তর:
অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের ওপর অবস্থিত ।
⚡প্রশ্ন : ১০
মানবদেহে পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায় ?
উত্তর:
মানুষের অগ্ৰমস্তিষ্কের তলদেশে স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা গহ্বরে পিটুইটারি গ্রন্থি অবস্থিত ।
🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊
🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊🟊

Comments
Post a Comment