রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-স্নায়ুতন্ত্র
➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺
✸প্রশ্ন:১
অ্যাক্সন ও ডেনড্রনের কার্যগত পার্থক্য কী ?
উত্তর:
অ্যাক্সন স্নায়ুস্পন্দন বহন করে ও ডেনড্রন স্নায়ুস্পন্দন গ্রহণ করে।
✸প্রশ্ন: ২
বাহক কয় প্রকার ও কী কী ?
উত্তর:
বাহক দুই প্রকার - সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ।
✸প্রশ্ন:৩
স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন ?
উত্তর:
স্নায়ুকোশের কোশদেহে যে সেন্ট্রোজোম থাকে তা নিষ্ক্রিয় । তাই স্নায়ুকোশ বিভাজিত হয় না।
✸প্রশ্ন:৪
নিউরােট্রান্সমিটার কী ?
উত্তর:
যেসব রাসায়নিক পদার্থ ( যেমন — অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রিনালিন ইত্যাদি ) ক্ষরিত হয়ে স্নায়ুপ্রবাহকে এক নিউরন থেকে অন্য নিউরন বা পেশিতে পৌঁছে দিতে সাহায্য করে তাদের নিউরােট্রান্সমিটার বলে।
✸প্রশ্ন:৫
একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর:
চোখে তীব্র আলাে পড়লে চোখের পাতা দুটি তৎক্ষণাৎ বুজে যায়।
✸প্রশ্ন:৬
অসন্ধি প্রতিবর্ত চাপ কী ?
উত্তর:
যে প্রতিবর্ত চাপে স্নায়ুসন্ধি বা প্রান্তসন্নিকর্ষ অনুপস্থিত থাকে অর্থাৎ একটিমাত্র নিউরন দিয়ে যে প্রতিবর্ত চাপ গঠিত হয় তাকে অসন্ধি প্রতিবর্ত চাপ বলে।
✸প্রশ্ন:৭
মিশ্র স্নায়ু কাকে বলে ?
উত্তর:
সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ উভয় প্রকারের বৈশিষ্ট্যযুক্ত স্নায়ুকে মিশ্র স্নায়ু বলে । যেমন — ভেগাস স্নায়ু।
✸প্রশ্ন: ৮
মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রের গঠনগত প্রধান পার্থক্য কী ?
উত্তর:
মেরুদণ্ডী প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা এবং অমেরুদণ্ডী প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিরেট।
✸প্রশ্ন:৯
কোন্ প্রাণীর দেহে স্নায়ুর অস্তিত্ব প্রথম লক্ষ করা যায় ?
উত্তর:
হাইড্রা-র দেহে প্রথম স্নায়ুর অস্তিত্ব লক্ষ করা যায়।
✸প্রশ্ন:১০
কোন্ প্রাণীর স্নায়ুতন্ত্র মইয়ের মতাে ?
উত্তর:
চ্যাপটা কৃমির ( ফিতাকৃমি, প্ল্যানেরিয়া ) স্নায়ুতন্ত্র মইয়ের মতাে।
➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺
➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺➺
⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊

Comments
Post a Comment