দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর >> কোশ ও কোশ বিভাজন
✔️প্রশ্ন:১
সদৃশ বিভাজন কোথায় হয় ?
উত্তর:
সদৃশ বিভাজন দেহ-মাতৃকোশে হয় ।
✔️প্রশ্ন:২
হ্যাপ্লয়েড কোশের উদাহরণ দাও ।
উত্তর:
জনন কোশ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু ( n ) ।
✔️প্রশ্ন:৩
ডিপ্লয়েড কোশের উদাহরণ দাও ।
উত্তর:
গুপ্তবীজী উদ্ভিদের দেহকোশ, জাইগােট ( 2n ) ।
✔️প্রশ্ন:৪
ট্রিপ্লয়েড কোশের উদাহরণ দাও ।
উত্তর:
গুপ্তবীজী উদ্ভিদের সস্য নিউক্লিয়াস ( 3n ) ।
✔️প্রশ্ন:৫
মিয়ােসিস কোথায় ঘটে ?
উত্তর:
জীবের জনন-মাতৃকোশে ( প্রাণীদের শুক্রাশয়ে ও ডিম্বাশয়ে এবং উদ্ভিদের পরাগধানীতে ও ডিম্বাশয়ে ) মিয়ােসিস ঘটে । অনুন্নত উদ্ভিদের জাইগােট ও রেণুমাতৃকোশেও মিয়ােসিস ঘটে ।
✔️প্রশ্ন:৬
কীসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমােজোম বেম তন্তু বা “ স্পিন্ডল ফাইবার ” -এর সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
সেন্ট্রোমিয়ার বা কাইনেটোকোরের সাহায্যে ।
✔️প্রশ্ন:৭
মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত ?
উত্তর:
মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা হল 22 ।
✔️প্রশ্ন:৮
জিন কোথায় থাকে ?
উত্তর:
জিন ক্রোমােজোমে থাকে ।
✔️প্রশ্ন:৯
সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ?
উত্তর:
সেন্ট্রোমিয়ার ক্রোমােজোমের প্রাথমিক খাঁজ অংশে থাকে ।
✔️প্রশ্ন:১০
প্রাণীকোশ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কী ?
উত্তর:
সেন্ট্রোজোম প্রাণীকোশ বিভাজনে বেমতন্তু গঠনে সহায়তা করে ।
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜

Comments
Post a Comment