রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন:১
জিব্বেরেলিন কী ?
উত্তর:
জিব্বেরেলিন একপ্রকার অম্লধর্মী নাইট্রোজেনবিহীন উদ্ভিদ-হরমােন ।
প্রশ্ন:২
জিব্বেরেলিনের রাসায়নিক নাম কী ?
উত্তর:
জিব্বেরেলিনের রাসায়নিক নাম : জিব্বেরেলিক অ্যাসিড ( GA ) ।
প্রশ্ন:৩
ডাবের জলে কোন্ হরমােন পাওয়া যায় ?
উত্তর:
ডাবের জলে কাইনিন নামক এক প্রকার হরমোন পাওয়া যায় ।
প্রশ্ন:৪
কোন্ হরমােন কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে ?
উত্তর:
অক্সিন হরমােন কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে ।
প্রশ্ন:৫
GA- এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:
GA- এর সম্পূর্ণ নাম হল — জিব্বেরেলিক অ্যাসিড ।
প্রশ্ন:৬
একটি প্রকল্পিত উদ্ভিদ-হরমােনের নাম লেখাে ।
উত্তর:
ফ্লোরিজেন একটি প্রকল্পিত উদ্ভিদ-হরমােন ।
প্রশ্ন:৭
ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাং- এ রূপান্তরিত হতে কোন্ হরমােন সাহায্য করে ?
উত্তর:
থাইরক্সিন হরমােন ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাং- এ রূপান্তরিত হতে সাহায্য করে ।
প্রশ্ন:৮
কোন্ হরমােনের প্রভাবে BMR বাড়ে ?
উত্তর:
থাইরক্সিনের প্রভাবে BMR বাড়ে ।
প্রশ্ন:৯
আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যানস্ কোথায় থাকে ?
উত্তর:
আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যানস্ অগ্ন্যাশয়ে থাকে ।
প্রশ্ন:১০
ইনসুলিনের বিপরীত হরমােন কোনটি ?
উত্তর:
ইনসুলিনের বিপরীত হরমােনটি হল গ্লুকাগন ।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬

Comments
Post a Comment