দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন:১
জিব্বেরেলিন কী ?
উত্তর:
জিব্বেরেলিন একপ্রকার অম্লধর্মী নাইট্রোজেনবিহীন উদ্ভিদ-হরমােন ।
প্রশ্ন:২
জিব্বেরেলিনের রাসায়নিক নাম কী ?
উত্তর:
জিব্বেরেলিনের রাসায়নিক নাম : জিব্বেরেলিক অ্যাসিড ( GA ) ।
প্রশ্ন:৩
ডাবের জলে কোন্ হরমােন পাওয়া যায় ?
উত্তর:
ডাবের জলে কাইনিন নামক এক প্রকার হরমোন পাওয়া যায় ।
প্রশ্ন:৪
কোন্ হরমােন কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে ?
উত্তর:
অক্সিন হরমােন কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে ।
প্রশ্ন:৫
GA- এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:
GA- এর সম্পূর্ণ নাম হল — জিব্বেরেলিক অ্যাসিড ।
প্রশ্ন:৬
একটি প্রকল্পিত উদ্ভিদ-হরমােনের নাম লেখাে ।
উত্তর:
ফ্লোরিজেন একটি প্রকল্পিত উদ্ভিদ-হরমােন ।
প্রশ্ন:৭
ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাং- এ রূপান্তরিত হতে কোন্ হরমােন সাহায্য করে ?
উত্তর:
থাইরক্সিন হরমােন ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাং- এ রূপান্তরিত হতে সাহায্য করে ।
প্রশ্ন:৮
কোন্ হরমােনের প্রভাবে BMR বাড়ে ?
উত্তর:
থাইরক্সিনের প্রভাবে BMR বাড়ে ।
প্রশ্ন:৯
আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যানস্ কোথায় থাকে ?
উত্তর:
আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যানস্ অগ্ন্যাশয়ে থাকে ।
প্রশ্ন:১০
ইনসুলিনের বিপরীত হরমােন কোনটি ?
উত্তর:
ইনসুলিনের বিপরীত হরমােনটি হল গ্লুকাগন ।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬

Comments
Post a Comment