সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✵✵✵প্রশ্ন:১
জেনেটিক পার্থেনােকার্পি দেখা যায়—
(a) আঙুরে
(b) কলাতে
(c) টম্যাটোয়
(d) লংকায়
উত্তর: B
✵✵✵প্রশ্ন:২
ভারতবর্ষে সবচেয়ে গ্রহণযােগ্য গর্ভনিরােধক পদ্ধতি কোনটি ?
(a) IUD (ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস)
(b) টিউবেকটোমি
(c) সারভাইকাল ক্যাপ
(d) ডায়াফ্রাম
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৩
নিষেকের সময় ডিম্বকের কোন্ অংশটি লুপ্ত হয় ?
(a) ডিম্বক বহিস্ত্বক
(b) ডিম্বাণু
(c) ডিম্বক অন্তস্ত্বক
(d) সরকারি কোশ
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৪
‘সরীসৃপের স্বর্ণযুগ’ কোনটি ?
(a) সাইকোজোয়িক
(b) প্যালিয়ােজোয়িক
(c) মেসােজোয়িক
(d) সিনােজোয়িক
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৫
একটি ট্রাইমরফিক ফুলের উদাহরণ হল—
(a) পিটুনিয়া
(b) তামাক
(c) আমরুল
(d) প্রাইমুলা
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৬
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি পক্ষীপরাগী ?
(a) ধান
(b) কদম
(c) কচু
(d) পলাশ
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি টারমিনেশন কোডন ?
(a) UAG
(b) CCC
(c) UUU
(d) GCG
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৮
একটি হিমােফিলিয়া বাহক মহিলা ও একটি স্বাভাবিক পুরুষের সন্তানদের ফিনােটাইপ কী হবে ?
(a) সব পুত্রসন্তান হিমােফিলিক ও সব কন্যাসন্তান স্বাভাবিক
(b) 50% পুত্র হিমােফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক
(c) সমস্ত সন্তান হিমােফিলিক
(d) শুধুমাত্র কন্যাসন্তানেরা হিমােফিলিক
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৯
একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ হল—
(a) ভুট্টা
(b) কদম
(c) আম
(d) ঝাঁজি
উত্তর: A
✵✵✵প্রশ্ন:১০
একটি যৌগিক ফল হল—
(a) আনারস
(b) শশা
(c) জাম
(d) স্ট্রবেরি
উত্তর: A
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ২[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ৪[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment