সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✵✵✵প্রশ্ন:১
কমনকোল্ড রােগের জন্য দায়ী হল—
(a) ছত্রাক
(b) ব্যাকটেরিয়া
(c) ভাইরাস
(d) আদ্যপ্রাণী
উত্তর: C
✵✵✵প্রশ্ন:২
রজঃস্রাবের কোন্-দশায় ইস্ট্রোজেন হরমােন বেশি ক্ষরিত হয় ?
(a) রজঃস্রাবীয় দশায়
(b) প্রাকরজঃস্রাবীয়
(c) ক্রমবর্ধনশীল দশায়
(d) নিরাময় দশায়
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৩
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর অপর নাম—
(a) ট্রান্সজেনিক টেকনােলজি
(b) আধুনিক বায়ােটেকনােলজি
(c) রিকম্বিন্যান্ট DNA টেকনােলজি
(d) বায়ােটেকনােলজি
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৪
কোন্ গ্রিনহাউস গ্যাসটি প্রকৃতিজাত নয় ?
(a) ক্লোরােফ্লুওরােকার্বন
(b) মিথেন
(c) কার্বন মনােক্সাইড
(d) কার্বন ডাই-অক্সাইড
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৫
করবেট ন্যাশনাল পার্ক বিখ্যাত কোন্ পশুর জন্য ?
(a) হরিণ
(b) গণ্ডার
(c) সিংহ
(d) বাঘ
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৬
বাস্তুতন্ত্রে বৃক্ষ পিরামিড সূচিত করে—
(a) জীবভরের পিরামিড
(b) সংখ্যার পিরামিড
(c) শক্তির পিরামিড
(d) ওলটানাে পিরামিড
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৭
ক্যাডমিয়াম (CD)-এর দূষণে যে-রােগটি হয়,তা হল—
(a) অ্যাসবেস্টোসিস
(b) মিনামাটা
(c) ইটাই-ইটাই
(d) ডিসলেক্সিয়া
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৮
টিস্যু কালচারে যে-সমস্ত গাছের টুকরাে ব্যবহার করা হয়,তাদের বলা হয়—
(a) এক্সপ্ল্যান্ট
(b) ইনােকিউল্যান্ট
(c) সােমাক্লোন
(d) ক্লোন
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৯
নিম্নোক্ত কোন্ উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ ব্যবহৃত হয় না ?
(a) DNA পলিমারেজ
(b) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
(c) EcoRI
(d) অ্যাসিড ফসফাটেজ
উত্তর: D
✵✵✵প্রশ্ন:১০
শিল্পঘটিত মেলানিজ্ম হল একটি—
(a) বিচ্ছিন্নকারক নির্বাচন
(b) স্থিতিশীল নির্বাচন
(c) অভিমুখী নির্বাচন
(d) কোনােটিই নয়
উত্তর: C
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ৩[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ৫[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment