সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✸✸✸✸প্রশ্ন:১
গর্ভস্থ ভ্রূণকে ঘিরে সবথেকে ভিতরের দিকের পর্দাটি হল—
(a) মেসােভেরিয়াম
(b) অ্যামনিয়ন
(c) কোরিয়ন
(d) অ্যালানটয়েস
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:২
প্রোটোগাইনি ধরনের বহিঃপ্রজনন কৌশল হল—
(a) গর্ভমুণ্ড ও পরাগধানী বিভিন্ন আকৃতির হয়
(b) গর্ভকেশর ও পুংকেশর কেই সঙ্গে পরিণত হয়
(c) পুংকেশর আগে,গর্ভকেশর পরে পরিণত হয়
(d) গর্ভকেশর আগে,পুংকেশর পরে পরিণত হয়
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৩
এদের মধ্যে কোন্টি ননসেন্স কোডন ?
(a) UAG
(b) CUG
(c) AUG
(d) UGA
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৪
অ্যালার্জির দরুন যে-ইমিউনােগ্লোবিউলিন অত্যধিক হারে বৃদ্ধি পায়—
(a) IgE
(b) IgM
(c) IgA
(d) IgG
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৫
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ ব্যাকটেরিয়াটি গােবর গ্যাস প্ল্যান্টে ব্যবহার করা হয় ?
(a) নাইট্রিফাইং
(b) মেথনােজেনাস
(c) ডিনাইট্রিফাইং
(d) অ্যামােনিফাইং
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৬
পিতামাতার চেয়ে সংকর জাতের উৎকৃষ্টতাকে বলে—
(a) লিথালিটি
(b) হেটেরােসিস
(c) প্রচ্ছন্নতা
(d) প্রকটতা
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৭
ট্রান্সলেশনের সময় প্রথম t-RNA টি রাইবােজোমের কোন্ স্থানে আবদ্ধ হয় ?
(a) A বা P স্থানে
(b) A স্থানে
(c) P স্থানে
(d) E স্থানে
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৮
ওপারিনের আবায়ােজেনিক মতবাদ অনুযায়ী প্রথম সৃষ্ট সরলতম জৈব অণু হল—
(a) প্রােটিন
(b) কার্বোহাইড্রেট
(c) হাইড্রোকার্বন
(d) জৈব অ্যাসিড
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৯
কোয়াসারভেট মডেলের প্রবক্তা হলেন—
(a) ফ্লুজার
(b) এস ডব্লু ফক্স
(c) হ্যালডেন
(d) ওপারিন
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:১০
কোন্ ক্রোমােজোমীয় অস্বাভাবিকতায় মানুষের একটি অতিরিক্ত Y ক্রোমােজোম থাকে ?
(a) ক্লাইনফেল্টার সিনড্রোম
(b) পাটাও সিনড্রোম
(c) টার্নার সিনড্রোম
(d) ডাউন সিনড্রোম
উত্তর: A
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১২[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৪[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment