সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✵✵✵প্রশ্ন:১
এস ডব্লু ফক্স প্রস্তাবিত ‘মাইক্রোস্ফিয়ার’-এর মূল উপাদান—
(a) ফ্যাট
(b) প্রােটিন
(c) শর্করা
(d) শর্করা,ফ্যাট,প্রােটিন সবগুলিই
উত্তর: B
✵✵✵প্রশ্ন:২
অ্যাসিড বৃষ্টির কারণ হল—
(a) CO2
(b) SO2
(c) NO2
(d) SO3
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৩
কোলােস্ট্রামসহ সমস্ত ক্ষরিত দেহতরলে উপস্থিত ইমিউনােগ্লোবিউলিন হল—
(a) IgD
(b) IgM
(c) IgA
(d) IgE
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৪
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর দ্বারা ইনসুলিন উৎপাদনে ব্যবহৃত হয়—
(a) এসচেরিচিয়া
(b) মাইকোব্যাকটেরিয়াম
(c) স্যাকারোমাইসিস
(d) রাইজোবিয়াম
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৫
ডাউন সিনড্রোমের কারণ হল—
(a) সেক্স লিংকড উত্তরাধিকার
(b) লিংকেজ
(c) ক্ৰশিংওভার
(d) ক্রোমােজোমের নন্-ডিসজাংশন
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৬
সর্বোচ্চ শক্তি গৃহীত হয় কার দ্বারা ?
(a) উৎপাদক
(b) বিয়ােজক
(c) মুখ্য খাদক
(d) সর্বোচ্চ খাদক
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৭
নর ও বানর-এর সাধারণ পূর্বপুরুষ হল—
(a) ড্রায়ােপিথেকাস
(b) কেনিয়াপিথেকাস
(c) অস্ট্রালােপিথেকাস
(d) রামাপিথেকাস
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৮
কোনটির নিয়ন্ত্রণে Bacillus thuringiensis ব্যবহৃত করা হয় ?
(a) পতঙ্গ পেস্ট
(b) নিমাটোড
(c) ফাঙ্গাল প্যাথােজেন
(d) ব্যাকটেরিয়াল প্যাথােজেন
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৯
‘ইয়ােগার্ট’ প্রস্তুতিতে ব্যবহৃত হয়—
(a) গাঁজানাে দুধ (Fermented milk)
(b) সরতোলা দুধ
(c) দুধের সর
(d) দুগ্ধ প্রোটিন
উত্তর: B
✵✵✵প্রশ্ন:১০
মেটাফেজ দশায় ক্রোমােজোমের মধ্যে DNA-এর সর্বাধিক ঘনীভবনের মাত্রা প্রায়—
(a) 4
(b) 10^4
(c) 10^10
(d) 10
উত্তর: B
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ৪[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ৬[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment