প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য
| Sl. No. | আবহাওয়া | জলবায়ু |
|---|---|---|
| 1 | আবহাওয়া হল বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা। | জলবায়ু হল বায়ুমণ্ডলের নিম্নস্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা৷ |
| 2 | আবহাওয়া হল জলবায়ুর বিভিন্নতা। | জলবায়ু হল বিভিন্ন আবহাওয়ার সমন্বয়। |
| 3 | কোনো স্থানের আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘণ্টায়ও পরিবর্তিত হয়। | প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু পরিবর্তিত হয় না। |
| 4 | কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। | কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩০-৫০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। |
| 5 | আবহাওয়া কোনো স্বল্পপরিসরে সীমাবদ্ধ স্থানের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা সূচিত করে। | জলবায়ু একটি বিস্তৃীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলের দীর্ঘকালীন গড় অবস্থা নির্দেশ করে। |
| 6 | স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তিত হয়। | জলবায়ুর পরিবর্তন হয় স্থানভেদে ও ঋতুভেদে। |
| 7 | আবহাওয়া বিষয়ক ধারণাটি স্থানকেন্দ্রিক। স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলীয় অবস্থা নির্দেশ করে আবহাওয়া। | জলবায়ু বিষয়ক ধারণাটি অঞ্চলকেন্দ্রিক। বিস্তীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলীয় অবস্থা নির্দেশ করে জলবায়ু। |
| 8 | আবহাওয়া স্বল্প সময় ও স্বল্প দূরত্বের ব্যবধানে দ্রুত পরিবর্তিত হতে পারে। | জলবায়ু পরিবর্তিত হতে পারে সুদীর্ঘ সময়ের ব্যবধানে এবং এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে জলবায়ু ধীরেধীরে পরিবর্তিত হয়। |
Comments
Post a Comment