দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য
| Sl. No. | আবহাওয়া | জলবায়ু |
|---|---|---|
| 1 | আবহাওয়া হল বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা। | জলবায়ু হল বায়ুমণ্ডলের নিম্নস্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা৷ |
| 2 | আবহাওয়া হল জলবায়ুর বিভিন্নতা। | জলবায়ু হল বিভিন্ন আবহাওয়ার সমন্বয়। |
| 3 | কোনো স্থানের আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘণ্টায়ও পরিবর্তিত হয়। | প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু পরিবর্তিত হয় না। |
| 4 | কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। | কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩০-৫০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। |
| 5 | আবহাওয়া কোনো স্বল্পপরিসরে সীমাবদ্ধ স্থানের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা সূচিত করে। | জলবায়ু একটি বিস্তৃীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলের দীর্ঘকালীন গড় অবস্থা নির্দেশ করে। |
| 6 | স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তিত হয়। | জলবায়ুর পরিবর্তন হয় স্থানভেদে ও ঋতুভেদে। |
| 7 | আবহাওয়া বিষয়ক ধারণাটি স্থানকেন্দ্রিক। স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলীয় অবস্থা নির্দেশ করে আবহাওয়া। | জলবায়ু বিষয়ক ধারণাটি অঞ্চলকেন্দ্রিক। বিস্তীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলীয় অবস্থা নির্দেশ করে জলবায়ু। |
| 8 | আবহাওয়া স্বল্প সময় ও স্বল্প দূরত্বের ব্যবধানে দ্রুত পরিবর্তিত হতে পারে। | জলবায়ু পরিবর্তিত হতে পারে সুদীর্ঘ সময়ের ব্যবধানে এবং এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে জলবায়ু ধীরেধীরে পরিবর্তিত হয়। |
Comments
Post a Comment