পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পেনসিলের শিষ তৈরী হয়—
উত্তর: গ্রাফাইট থেকে।
প্রশ্ন:২
উত্তল লেন্স কীসের প্রতিকারে ব্যবহৃত হয়—
উত্তর: দীর্ঘ দৃষ্টি।
প্রশ্ন:৩
শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলে—
উত্তর: অ্যালগান ব্লুম।
প্রশ্ন:৪
মানবদেহের কোন্ গ্রন্থি কে ‘অ্যাডামস অ্যাপেল’ বলে—
উত্তর: থাইরয়েড।
প্রশ্ন:৫
মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন কে অভিযুক্ত করা হয়েছিল—
উত্তর: ৩৩ জন কে।
প্রশ্ন:৬
ভাইরাস ঘটিত রোগ নয় এমন একটি রোগের নাম লেখো।
উত্তর: কলেরা।
প্রশ্ন:৭
‘এলিফ্যান্টিয়াসিস’ কিসের কারনে হয়—
উত্তর: কিউলেক্স মশা।
প্রশ্ন:৮
কোনটি মিশ্র পদার্থ—
উত্তর: পেট্রোলিয়াম।
প্রশ্ন:৯
কোন্ ধাতুর আকরিক ‘অ্যাজুরাইট’—
উত্তর: কপার।
প্রশ্ন:১০
জাতাইপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রটি কোন্ রাজ্যে অবস্থিত—
উত্তর: মহারাষ্ট্র।
Comments
Post a Comment