পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সোডিয়াম সিলিকেট কী নামে পরিচিত ?
উত্তর: কোয়ার্টজ।
প্রশ্ন:২
কোন্ রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায় ?
উত্তর: ফর্মিক অ্যাসিড।
প্রশ্ন:৩
কোনটি সবচেয়ে হালকা গ্যাস ?
উত্তর: হাইড্রোজেন।
প্রশ্ন:৪
প্রথম তেজস্ক্রিয়তা কে আবিস্কার করেন ?
উত্তর: বেকেরেল।
প্রশ্ন:৫
অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায় ?
উত্তর: ৩ টি।
প্রশ্ন:৬
বেকিং পাউডার আসলে কী ?
উত্তর: সোডিয়াম বাই কার্বনেট।
প্রশ্ন:৭
কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন্ গ্যাস থাকে ?
উত্তর: মিথেন।
প্রশ্ন:৮
কস্টিক সোডা আসলে কী ?
উত্তর: সোডিয়াম হাইড্রোক্সাইড।
প্রশ্ন:৯
কোন্ ধাতুকে কুইক সিলভার (Quick Silver) বলা হয় ?
উত্তর: পারদ কে।
প্রশ্ন:১০
কোন্ মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী ?
উত্তর: রেডন।
Comments
Post a Comment