পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
গৌন দূষণের একটি উদাহরণ দাও।
উত্তর: PAN।
প্রশ্ন:২
জলাভূমি সংক্রান্ত রামসার সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল—
উত্তর: ইরানে।
প্রশ্ন:৩
রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ হল—
উত্তর: ২০১০।
প্রশ্ন:৪
দূষণ মানুষের জীবন ও সভ্যতা সহ অন্যান্য জীব দের অস্তিত্ব বিপন্ন করে–একথা বলে কোন্ বিজ্ঞানী ?
উত্তর: বিজ্ঞানী ওডাম।
প্রশ্ন:৫
ন্যাশানাল ওয়াইল্ড লাইফ অ্যাকশান প্লান গঠিত হয়—
উত্তর: ১৯৮৩ খ্রি:।
প্রশ্ন:৬
বৃষ্টির জলে PH এর মাত্রা কত হলে তাকে অম্ল বলা হবে ?
উত্তর: ৫.৬ এর কম।
প্রশ্ন:৭
World Conservation Union-এর সদর দপ্তর অবস্থিত—
উত্তর: সুইজারল্যান্ডে।
প্রশ্ন:৮
এক বেল=কত ডেসিবেল ?
উত্তর: ১০ ডেসিবেল।
প্রশ্ন:৯
শিল্পক্ষেত্রে ধোঁয়া ও ভাসমান ধূলিকণা নিয়ন্ত্রণ করা হয়—
উত্তর: ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর দ্বারা।
প্রশ্ন:১০
বান্ধবগড় জাতীয় উদ্যান কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: মধ্যপ্রদেশ।
Comments
Post a Comment