পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
তড়িৎ ধনাত্মক অধাতুর নাম কি?
উত্তর: হাইড্রোজেন।
প্রশ্ন:২
মোটর গাড়ির ধোঁয়ায় কোন্ ক্ষতিকারক যৌগটি থাকে?
উত্তর: সীসা।
প্রশ্ন:৩
স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ।
প্রশ্ন:৪
কার্বনের কোন্ ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয় ?
উত্তর: ক্যাটিনেশন।
প্রশ্ন:৫
কোন্ মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেক্ট্রনই সুস্থিত ?
উত্তর: He।
প্রশ্ন:৬
তড়িত লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন্ ধাতুর প্রলেপ দেওয়া হয় ?
উত্তর: জিঙ্ক।
প্রশ্ন:৭
কোন্ যৌগের ক্ষেত্রে সমবয়তা ধর্ম দেখা যায় ?
উত্তর: সমযোজী যৌগ।
প্রশ্ন:৮
ননস্টিক বাসনপত্র কাটিং করা হয় কী দিয়ে ?
উত্তর: টেফলন।
প্রশ্ন:৯
কোন্ দ্রবনে টিন্ডাল ইফেক্ট দেখা যায় ?
উত্তর: কলডিয় দ্রবনে।
প্রশ্ন:১০
সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
উত্তর: লিথিয়াম।
Comments
Post a Comment