পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মানুষের পৌষ্টিকনালির দৈর্ঘ্য কত ?
উত্তর: 8-10 মিটার।
প্রশ্ন:২
লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত ?
উত্তর: 120 দিন।
প্রশ্ন:৩
মানবদেহের ভারসাম্য রক্ষা করে—
উত্তর: লঘুমস্তিষ্ক।
প্রশ্ন:৪
কোন্ উৎসেচক রোগজীবাণু ধ্বংস করে ?
উত্তর: লাইসোজাইম।
প্রশ্ন:৫
নালিকাতন্ত্র কোন্ প্রাণীর বৈশিষ্ট্য ?
উত্তর: স্পঞ্জ।
প্রশ্ন:৬
মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন্ অংশে খাদ্যের পরিপাক বা শোষণ হয় না ?
উত্তর: গ্রাসনালি।
প্রশ্ন:৭
মোচার ন্যায় খোলক কোন্ প্রাণীর বৈশিষ্ট্য ?
উত্তর: স্থল শামুক।
প্রশ্ন:৮
কোন্ জাতীয় খাদ্য শক্তির চাহিদা মেটায় ?
উত্তর: শর্করা, প্রোটিন, ফ্যাট জাতীয় খাদ্য।
প্রশ্ন:৯
মানুষের ক্ষুদ্রান্ত্রের মধ্য অংশ হল—
উত্তর: জেজুনাম।
প্রশ্ন:১০
টিউবফিট কোন্ প্রাণীর গমনাঙ্গ ?
উত্তর: তারামাছ।
Comments
Post a Comment