পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?
উত্তর: বিহার।
প্রশ্ন:২
ডঃ রাজেন্দ্রপ্রসাদ–এর সমাধিস্থলটি কোথায় অবস্থিত ?
উত্তর: মহাপ্রয়ান ঘাট।
প্রশ্ন:৩
হিমাচল প্রদেশের আয়তন কত বর্গ কিমি ?
উত্তর: ৪৫,৬৭৩ বর্গ কিমি।
প্রশ্ন:৪
“জয় জওয়ান জয় কিসান”–এই বিখ্যাত উক্তিটি কার ?
উত্তর: লাল বাহাদুর শাস্ত্রী।
প্রশ্ন:৫
ওড়িশা রাজ্যে কয়টি জেলা নিয়ে গঠিত ?
উত্তর: ৩০ টি।
প্রশ্ন:৬
“স্বরাজ আমার জন্মগত অধিকার” কথাটি কে বলেছিলেন ?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
প্রশ্ন:৭
অন্ধপ্রদেশ মোট কটি জেলার সমষ্টি ?
উত্তর: ২৩ টি।
প্রশ্ন:৮
কাবুলে কোন্ ব্যক্তির সমাধিস্থল অবস্থিত ?
উত্তর: বাবর।
প্রশ্ন:৯
মোরারজী দেশাই–এর সমাধিস্থলটি কোথায় অবস্থিত ?
উত্তর: অজয়ঘাট।
প্রশ্ন:১০
সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কোনটি ?
উত্তর: হরিয়ানা।
Comments
Post a Comment