নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'
ভারতে সুলতানি ও মোগল যুগের ইতিবৃত্ত
প্রশ্ন:১
'নব মুসলমান’ কাদের বলা হয় ?
উত্তর:
১২৯২ খ্রিস্টাব্দে মোঙ্গল বাহিনী ভারত আক্রমণ করলে সুলতান জালালউদ্দিন খলজি তাদের পরাজিত করেন। এই সময় হলাগু–র নেতৃত্বে কয়েক হাজার মোঙ্গল ইসলামধর্ম গ্রহণ করে ভারতে বসবাস করার ইচ্ছা প্রকাশ করে। সুলতানের অনুমতি অনুসারে দিল্লির উপকণ্ঠে বসবাসকারী এই ইসলাম ধর্মাবলম্বী মোঙ্গলরা ‘নব মুসলমান’ নামে পরিচিত হয়।
প্রশ্ন:২
আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
আলাউদ্দিন খলজি স্বল্প ও নির্দিষ্ট বেতনে বিশাল সংখ্যক সেনাবাহিনীর ব্যয়নির্বাহের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন। দ্রব্যমূল্য বৃদ্ধি না হওয়ায় সৈন্যরা একই বেতনে বছরের পর বছর কাজ করত।
প্রশ্ন:৩
কুতুবউদ্দিনের মৃত্যুর পর কে দিল্লির সুলতানি সিংহাসনে বসেন ?
উত্তর:
কুতুবউদ্দিনের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন আরম শাহ্।
প্রশ্ন:৪
মহম্মদ-বিন-তুঘলকের দিল্লি থেকে দেবগিরিতে (দৌলতাবাদে) রাজধানী স্থানান্তরের দুটি কারণ উল্লেখ করো।
উত্তর:
সুলতান মহম্মদ-বিন-তুঘলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন। এর দুটি কারণ হল—
(i) দেবগিরি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত।
(ii) দেবগিরিতে দিল্লির মতো মোঙ্গল আক্রমণের ভয় ছিল না।
প্রশ্ন:৫
দিল্লি সুলতানির একমাত্র মহিলা সুলতানের নাম কী ? তিনি কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন ?
উত্তর:
দিল্লি সুলতানির একমাত্র মহিলা সুলতানের নাম রাজিয়া। তিনি ১২৩৬ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন।
প্রশ্ন:৬
তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ও শেষ সুলতানের নাম কী ?
উত্তর:
তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক। এই বংশের শেষ সুলতান ছিলেন নাসিরউদ্দিন মামুদ শাহ্।
প্রশ্ন:৭
কোন্ সুলতানের উপাধি ছিল ‘লাখবক্স’ ?
উত্তর:
সুলতান কুতুবউদ্দিন আইবকের উপাধি ছিল ‘লাখবক্স’।
প্রশ্ন:৮
কোন্ সুলতান প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন ? এই অভিযানে তাঁর সেনাপতি কে ছিলেন ?
উত্তর:
সুলতান আলাউদ্দিন খলজি প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন। এই অভিযানে তাঁর সেনাপতি ছিলেন মালিক কাফুর।
প্রশ্ন:৯
‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা বলতে কী বোঝায় ?
উত্তর:
‘দাগ’ হল ঘোড়া চিহ্নিত করার বিশেষ পদ্ধতি।
‘হুলিয়া’ হল প্রত্যেক সৈন্যের দৈহিক বর্ণনা লিপিবদ্ধ করার পদ্ধতি। এই দুটি ব্যবস্থার প্রবর্তন করেন সুলতান আলাউদ্দিন খলজি।
প্রশ্ন:১০
দাস বংশের শেষ সুলতানের নাম কী ? দাস বংশের পর দিল্লিতে কোন্ বংশ রাজত্ব শুরু করে ?
উত্তর:
দাস বংশের শেষ সুলতানের নাম কায়ুমার্স। দাস বংশের পর দিল্লিতে খলজি বংশ রাজত্ব শুরু করে।
Comments
Post a Comment