বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ভারতে সুলতানি ও মোগল যুগের ইতিবৃত্ত
প্রশ্ন:১
'নব মুসলমান’ কাদের বলা হয় ?
উত্তর:
১২৯২ খ্রিস্টাব্দে মোঙ্গল বাহিনী ভারত আক্রমণ করলে সুলতান জালালউদ্দিন খলজি তাদের পরাজিত করেন। এই সময় হলাগু–র নেতৃত্বে কয়েক হাজার মোঙ্গল ইসলামধর্ম গ্রহণ করে ভারতে বসবাস করার ইচ্ছা প্রকাশ করে। সুলতানের অনুমতি অনুসারে দিল্লির উপকণ্ঠে বসবাসকারী এই ইসলাম ধর্মাবলম্বী মোঙ্গলরা ‘নব মুসলমান’ নামে পরিচিত হয়।
প্রশ্ন:২
আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
আলাউদ্দিন খলজি স্বল্প ও নির্দিষ্ট বেতনে বিশাল সংখ্যক সেনাবাহিনীর ব্যয়নির্বাহের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন। দ্রব্যমূল্য বৃদ্ধি না হওয়ায় সৈন্যরা একই বেতনে বছরের পর বছর কাজ করত।
প্রশ্ন:৩
কুতুবউদ্দিনের মৃত্যুর পর কে দিল্লির সুলতানি সিংহাসনে বসেন ?
উত্তর:
কুতুবউদ্দিনের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন আরম শাহ্।
প্রশ্ন:৪
মহম্মদ-বিন-তুঘলকের দিল্লি থেকে দেবগিরিতে (দৌলতাবাদে) রাজধানী স্থানান্তরের দুটি কারণ উল্লেখ করো।
উত্তর:
সুলতান মহম্মদ-বিন-তুঘলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন। এর দুটি কারণ হল—
(i) দেবগিরি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত।
(ii) দেবগিরিতে দিল্লির মতো মোঙ্গল আক্রমণের ভয় ছিল না।
প্রশ্ন:৫
দিল্লি সুলতানির একমাত্র মহিলা সুলতানের নাম কী ? তিনি কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন ?
উত্তর:
দিল্লি সুলতানির একমাত্র মহিলা সুলতানের নাম রাজিয়া। তিনি ১২৩৬ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন।
প্রশ্ন:৬
তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ও শেষ সুলতানের নাম কী ?
উত্তর:
তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক। এই বংশের শেষ সুলতান ছিলেন নাসিরউদ্দিন মামুদ শাহ্।
প্রশ্ন:৭
কোন্ সুলতানের উপাধি ছিল ‘লাখবক্স’ ?
উত্তর:
সুলতান কুতুবউদ্দিন আইবকের উপাধি ছিল ‘লাখবক্স’।
প্রশ্ন:৮
কোন্ সুলতান প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন ? এই অভিযানে তাঁর সেনাপতি কে ছিলেন ?
উত্তর:
সুলতান আলাউদ্দিন খলজি প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন। এই অভিযানে তাঁর সেনাপতি ছিলেন মালিক কাফুর।
প্রশ্ন:৯
‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা বলতে কী বোঝায় ?
উত্তর:
‘দাগ’ হল ঘোড়া চিহ্নিত করার বিশেষ পদ্ধতি।
‘হুলিয়া’ হল প্রত্যেক সৈন্যের দৈহিক বর্ণনা লিপিবদ্ধ করার পদ্ধতি। এই দুটি ব্যবস্থার প্রবর্তন করেন সুলতান আলাউদ্দিন খলজি।
প্রশ্ন:১০
দাস বংশের শেষ সুলতানের নাম কী ? দাস বংশের পর দিল্লিতে কোন্ বংশ রাজত্ব শুরু করে ?
উত্তর:
দাস বংশের শেষ সুলতানের নাম কায়ুমার্স। দাস বংশের পর দিল্লিতে খলজি বংশ রাজত্ব শুরু করে।
Comments
Post a Comment