দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
ভূত্বকে কোন্ ধাতুটি অধিকমাত্রায় রয়েছে ?
উত্তর।
অ্যালুমিনিয়াম।
প্রশ্ন ২
কোন্ মৌলটির ঘনত্ব সবচেয়ে বেশি ?
উত্তর।
অসমিয়াম (Os)
প্রশ্ন ৩
বুলেটপ্রুফ স্টিল তৈরির জন্য কোন্ ধাতু ব্যবহৃত হয় ?
উত্তর।
জার্মেনিয়াম (Ge)
প্রশ্ন ৪
হাইস্পিড যন্ত্র তৈরির জন্য কোন্ ধাতু ব্যবহৃত হয় ?
উত্তর।
টাংস্টেন। ( W)
প্রশ্ন ৫
বিশ্বে কোন্ মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে ?
উত্তর।
হাইড্রোজেন (H) ।
প্রশ্ন ৬
কোন্ মৌল রাসায়নিক বন্ধন গঠন করে না ?
উত্তর।
নিষ্ক্রিয় মৌল (হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি)।
প্রশ্ন ৭
সমযোজী ত্রিবন্ধন দেখা যায় এমন একটি মৌলিক পদার্থের নাম করো।
উত্তর।
নাইট্রোজেন অনু।
প্রশ্ন ৮
কঠিনতম যৌগিক পদার্থের নাম কী ?
উত্তর।
বোরন কার্বাইড।
প্রশ্ন ৯
কোন্ মৌলটির ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি ?
উত্তর।
ফ্লুরিন।
প্রশ্ন ১০
NaOH যৌগে ক-টি বন্ধন আছে ?
উত্তর।
দুটি। (১টি তড়িৎযোজী , ১টি সমযোজী)।
পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
ভূত্বকে কোন্ ধাতুটি অধিকমাত্রায় রয়েছে ?
উত্তর।
অ্যালুমিনিয়াম।
প্রশ্ন ২
কোন্ মৌলটির ঘনত্ব সবচেয়ে বেশি ?
উত্তর।
অসমিয়াম (Os)
প্রশ্ন ৩
বুলেটপ্রুফ স্টিল তৈরির জন্য কোন্ ধাতু ব্যবহৃত হয় ?
উত্তর।
জার্মেনিয়াম (Ge)
প্রশ্ন ৪
হাইস্পিড যন্ত্র তৈরির জন্য কোন্ ধাতু ব্যবহৃত হয় ?
উত্তর।
টাংস্টেন। ( W)
প্রশ্ন ৫
বিশ্বে কোন্ মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে ?
উত্তর।
হাইড্রোজেন (H) ।
প্রশ্ন ৬
কোন্ মৌল রাসায়নিক বন্ধন গঠন করে না ?
উত্তর।
নিষ্ক্রিয় মৌল (হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি)।
প্রশ্ন ৭
সমযোজী ত্রিবন্ধন দেখা যায় এমন একটি মৌলিক পদার্থের নাম করো।
উত্তর।
নাইট্রোজেন অনু।
প্রশ্ন ৮
কঠিনতম যৌগিক পদার্থের নাম কী ?
উত্তর।
বোরন কার্বাইড।
প্রশ্ন ৯
কোন্ মৌলটির ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি ?
উত্তর।
ফ্লুরিন।
প্রশ্ন ১০
NaOH যৌগে ক-টি বন্ধন আছে ?
উত্তর।
দুটি। (১টি তড়িৎযোজী , ১টি সমযোজী)।
পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।

Comments
Post a Comment