বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্ন ১
ভূপৃষ্ঠের সর্বোচ্চ ভূমিরূপ কোনটি?
উত্তর।
পর্বত।
প্রশ্ন ২
কোন পর্বত সমুদ্রের তলদেশ থেকে উৎপত্তি লাভ করে?
উত্তর।
ভঙ্গিল পর্বত।
প্রশ্ন ৩
প্রায় সমুদ্রতলে অবস্থিত বিস্তীর্ণ সমতল ভূমিরূপকে কী বলা হয়?
উত্তর।
সমভূমি।
প্রশ্ন ৪
পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উত্তর।
পামির মালভূমিকে।
প্রশ্ন ৫
হিমালয় কী জাতীয় পর্বত?
উত্তর।
ভঙ্গিল পর্বত।
প্রশ্ন ৬
জীবাশ্মের উপস্থিতি কোন পর্বতের বৈশিষ্ট্য?
উত্তর।
ভঙ্গিল পর্বত ।
প্রশ্ন ৭
জ্বালামুখ ও ক্যালডেরা কোন পর্বতে দেখা যায়?
উত্তর।
আগ্নেয় পর্বতে।
প্রশ্ন ৮
অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলা হয়.?
উত্তর।
বার্খান
প্রশ্ন ৯
কোন পর্বতে ভাঁজ দেখা যায়?
উত্তর।
ভঙ্গিল পর্বতে।
প্রশ্ন ১০
লোয়েস সমভূমি কোন প্রাকৃতিক শক্তির দ্বারা গঠিত হয়?
উত্তর।
বায়ুপ্রবাহ দ্বারা।

Comments
Post a Comment