পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্ন ১
ভূপৃষ্ঠের সর্বোচ্চ ভূমিরূপ কোনটি?
উত্তর।
পর্বত।
প্রশ্ন ২
কোন পর্বত সমুদ্রের তলদেশ থেকে উৎপত্তি লাভ করে?
উত্তর।
ভঙ্গিল পর্বত।
প্রশ্ন ৩
প্রায় সমুদ্রতলে অবস্থিত বিস্তীর্ণ সমতল ভূমিরূপকে কী বলা হয়?
উত্তর।
সমভূমি।
প্রশ্ন ৪
পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উত্তর।
পামির মালভূমিকে।
প্রশ্ন ৫
হিমালয় কী জাতীয় পর্বত?
উত্তর।
ভঙ্গিল পর্বত।
প্রশ্ন ৬
জীবাশ্মের উপস্থিতি কোন পর্বতের বৈশিষ্ট্য?
উত্তর।
ভঙ্গিল পর্বত ।
প্রশ্ন ৭
জ্বালামুখ ও ক্যালডেরা কোন পর্বতে দেখা যায়?
উত্তর।
আগ্নেয় পর্বতে।
প্রশ্ন ৮
অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলা হয়.?
উত্তর।
বার্খান
প্রশ্ন ৯
কোন পর্বতে ভাঁজ দেখা যায়?
উত্তর।
ভঙ্গিল পর্বতে।
প্রশ্ন ১০
লোয়েস সমভূমি কোন প্রাকৃতিক শক্তির দ্বারা গঠিত হয়?
উত্তর।
বায়ুপ্রবাহ দ্বারা।

Comments
Post a Comment