পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
ইন্দিরা পয়েন্ট কি ?
উত্তর।
ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। (নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে)
প্রশ্ন ২
ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ?
উত্তর।
ভাষা।
প্রশ্ন ৩
কোন দ্রাঘিমারেখা ভারতকে সমদ্বিখণ্ডিত করেছে ?
উত্তর।
৮২°৩০' পূর্ব দ্রাঘিমারেখা।
প্রশ্ন ৪
ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম বলো।
উত্তর।
আরাবল্লি।
প্রশ্ন ৫
কাকে 'প্রাচ্যের নন্দন কানন' বলা হয় ?
উত্তর।
কাশ্মীর উপত্যকাকে।
প্রশ্ন ৬
ভারতে সাতপুর কি জাতীয় পর্বত ?
উত্তর।
স্তূপ পর্বত।
প্রশ্ন ৭
এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি ?
উত্তর।
চিল্কা।
প্রশ্ন ৮
কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর।
অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন ৯
গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর।
আরাবল্লী।
প্রশ্ন ১০

Comments
Post a Comment