পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
ভারতের অধিকাংশ অরণ্য কি প্রকৃতির ?
উত্তর।
পর্ণমোচী প্রকৃতির।
প্রশ্ন ২
একটি জেরোফাইট উদ্ভিদের নাম করো।
উত্তর।
ফণীমনসা।
প্রশ্ন ৩
কোন অরণ্যের বৃক্ষে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় ?
উত্তর।
ম্যানগ্রোভ অরণ্যে।
প্রশ্ন ৪
ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য কোনটি ?
উত্তর।
উত্তরাখণ্ড।
প্রশ্ন ৫
কার্পাস কোন মাটিতে ভালো চাষ হয় ?
উত্তর।
কৃষ্ণমৃত্তিকা।
প্রশ্ন ৬
ল্যাটেরাইট মাটির রং কীরূপ ?
উত্তর।
লাল।
প্রশ্ন ৭
ভারতের অধিকাংশ মাটি কি ধরনের ?
উত্তর।
পলিমাটি।
প্রশ্ন ৮
ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর।
পশ্চিমবঙ্গে।
প্রশ্ন ৯
ভারতের প্রধান ফসল কোনটি ?
উত্তর।
ধান।
প্রশ্ন ১০

Comments
Post a Comment