পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বায়ুথলি কোন্ প্রাণীর বৈশিষ্ট্য ?
উত্তর: পায়রা।
প্রশ্ন:২
মানুষের লোহিত রক্তকণিকার সমসারক দ্রবণ হল—
উত্তর: 0.9% NaCl দ্রবণ।
প্রশ্ন:৩
উদ্ভিদের সর্বাধিক বাপমোচন হয়—
উত্তর: পত্ররন্ধ দ্বারা।
প্রশ্ন:৪
প্রাপ্তবয়স্ক পুরুষের হৃদপিন্ডের ওজন—
উত্তর: 300–350 গ্রাম।
প্রশ্ন:৫
পুং এবং স্ত্রী রেণু পত্রমঞ্জরি কোন্ উদ্ভিদের বৈশিষ্ট্য—
উত্তর: পাযইনাস।
প্রশ্ন:৬
ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে—
উত্তর: অ্যানোফিলিস মশা।
প্রশ্ন:৭
কার্প নামে পরিচিত ?
উত্তর: রুই মাছ।
প্রশ্ন:৮
ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে থাকে—
উত্তর: ত্রিপত্রক কপাটিকা।
প্রশ্ন:৯
প্যাটাজিয়াম কোন্ প্রাণীর বৈশিষ্ট্য ?
উত্তর: বাদুড়।
প্রশ্ন:১০
একটি অসস্যল বীজ হল—
উত্তর: মটর।
Comments
Post a Comment