পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোশ বাদের প্রবর্তক কে—
উত্তর: স্লেইডেন ও স্বোয়ান।
প্রশ্ন:২
মৌলরূপে কোনটি তীব্রতম জারক পদার্থ—
উত্তর: ক্লোরিন।
প্রশ্ন:৩
সাতপুরা পর্বতশ্রেনী কোন্ রাজ্যে আছে—
উত্তর: মহারাষ্ট্র।
প্রশ্ন:৪
মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়—
উত্তর: জব্বলপুর।
প্রশ্ন:৫
গুজরাটের সব্বোর্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: গোরক্ষনাথ।
প্রশ্ন:৬
মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি—
উত্তর: সেরিব্রাম।
প্রশ্ন:৭
জুনাগড় শহর টি কোন্ রাজ্যে অবস্থিত—
উত্তর: গুজরাট।
প্রশ্ন:৮
কুনোব্যাঙ কোন্ শ্রেণীভুক্ত ?
উত্তর: অ্যাম্ফিবিয়া।
প্রশ্ন:৯
কোশের শক্তিঘর কোনটি—
উত্তর: মাইটোকন্ড্রিয়া।
প্রশ্ন:১০
এলিফ্যান্ট গুহা কোন্ রাজ্যে আছে—
উত্তর: মহারাষ্ট্র।
Comments
Post a Comment