পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
জলাশয়ে অতিমাত্রায় শৈবালজাতীয় উদ্ভিদ জন্মালে জলে কমে যায়—
উত্তর: অক্সিজেন।
প্রশ্ন:২
দুধের কোন্ উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় ?
উত্তর: ল্যাকটোজ।
প্রশ্ন:৩
শব্দের তীব্রতা মাপার একককে বলে—
উত্তর: ডেসিবেল।
প্রশ্ন:৪
ওজোনস্তরের অবস্থান—
উত্তর: স্ট্রাটোস্ফিয়ারে।
প্রশ্ন:৫
রেফ্রিজারেটর থেকে নির্গত বায়ুদূষক হল—
উত্তর: ক্লোরোফ্লুরো কার্বন।
প্রশ্ন:৬
পশ্চিমবঙ্গে কোন্ কোন্ অরন্যে গণ্ডার সংরক্ষণ করা হয় ?
উত্তর: জলদাপাড়া ও গরুমারা।
প্রশ্ন:৭
BOD সম্পর্কিত কার সঙ্গে ?
উত্তর: জৈব দূষক-এর সঙ্গে।
প্রশ্ন:৮
জল দূষণমুক্ত করা যায় এমন রাসায়নিক হল—
উত্তর: ব্লিচিং পাউডার।
প্রশ্ন:৯
ত্বক ক্যান্সারের অন্যতম কারণ কী ?
উত্তর: ওজোনস্তরের হ্রাস।
প্রশ্ন:১০
ICAR–এর পুরো নাম কি?
উত্তর: Indian Council of Agricultural Research।
Comments
Post a Comment