পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
জার্মান সিলভারে কোন্ ধাতুটি অনুপস্থিত থাকে ?
উত্তর: সিলভার।
প্রশ্ন:২
সম পরিমান আইসোমার যুক্ত মিশ্রনকে কি বলে ?
উত্তর: রেসিমিক মিশ্রণ।
প্রশ্ন:৩
সমস্ত অ্যাসিডে কোন্ উপাদানটি অবশ্যই থাকবে ?
উত্তর: হাইড্রোজেন।
প্রশ্ন:৪
ওজোন গ্যাসের বর্ণ কী ?
উত্তর: নীল।
প্রশ্ন:৫
দুধের ফ্যাটের পরিমান কোন্ সময়ে কমে যায় ?
উত্তর: গরমকালে।
প্রশ্ন:৬
কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব ?
উত্তর: স্টিল।
প্রশ্ন:৭
একটি সমযোজী যৌগের উদাহরণ দাও।
উত্তর: CCI4।
প্রশ্ন:৮
কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয় ?
উত্তর: ল্যাকটিক অ্যাসিড।
প্রশ্ন:৯
এক লিটার সমুদ্রের জলে গড়ে কত গ্রাম লবন থাকে ?
উত্তর: ২৫ গ্রাম।
প্রশ্ন:১০
গোবর গ্যাসে প্রধানত কোন্ উপাদানটি থাকে ?
উত্তর: মিথেন।
Comments
Post a Comment