পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
শিশু সাথী প্রকল্প হল—
উত্তর: শিশুর হৃদরোগের চিকিৎসা।
প্রশ্ন:২
ICDS প্রকল্পটি কোন্ দপ্তরের অধীনে অবস্থিত ?
উত্তর: Ministry of Women and Child Development।
প্রশ্ন:৩
কোন্ জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক ?
উত্তর: দার্জিলিং।
প্রশ্ন:৪
গরুর দুধে কোন্ ভিটামিন থাকে না ?
উত্তর: C।
প্রশ্ন:৫
মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন—
উত্তর: যৌনকর্মী।
প্রশ্ন:৬
রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যান দপ্তরের মন্ত্রীর নাম কী ?
উত্তর: ডাঃ শশী পাঁজা।
প্রশ্ন:৭
শিশুদিবস পালিত হয় কত তারিখে ?
উত্তর: ১৪ ই নভেম্বর।
প্রশ্ন:৮
ICDS প্রকল্পে শিশুদের বয়স ধরা হয়—
উত্তর: ০ থেকে ৬ বছর।
প্রশ্ন:৯
অর্থনীতির জনক কাকে বলা হয়—
উত্তর: অ্যাডাম স্মিথ কে।
প্রশ্ন:১০
সবুজ সাথী প্রকল্পে কোন্ সুবিধা প্রদান করা হয় ?
উত্তর: সাইকেল দেওয়া হয়।
Comments
Post a Comment